আসসালামু 'আলাইকুম,,,
আমি যে বাসায় থাকি সেই বাসার ফ্লোরগুলো টাইলস করা,,,,সেগুলো সাধারণ অবস্থায় পানি শোষণ করে না,,,,ছোট শিশু থাকার কারণে ফ্লোরে পেশাব করে দিত,,,কিন্তু পরিবারের সদস্যরা সবসময় সেগুলো ভালোভাবে মুছত না,,,অনেকসময় অন্য নাপাক জিনিস দিয়েই মুছত,,,আবার অনেক সময় নাপাকি শুকিয়ে দিত,,,এর কারণে তা তো নাপাকই থেকে যাচ্ছে,,,তারপর সেই জায়গাসহ পুরো ঘর কাজের লোক মুছত,,,,,একারণে তো পুরো ঘরের টাইলসই নাপাক হয়ে গেলো,,,,ঘর মোছার সময় সেই ঘর মোছার কাপড় এবং কাজের লোকের হাত অনেক আসবাবপত্রে লাগে,,,ফলে যেসব জায়গায় হাত লেগেছে বা পানি লেগেছে তাও তো নাপাক,,,,,,এভাবে নাপাকি তো অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে,,,,, আবার পরিবারের সদস্যরা গোসল করে বা পা ধুয়ে সেই ফ্লোর পারাচ্ছে এবং গামছা বা অন্য কিছু দিয়ে হাত -পা মুছছে,,,,ফলে গামছাও তো নাপাক হয়ে গেছে,,,তাদের একটি গামছা দিয়ে আমি ভুলবশত মুছে ফেলি,,, ফলে আমার হাত -পা -মুখও তো নাপাক হয়ে গিয়েছিল,,,তারপর আগে হাত মুখ কান(কান কোনোরকম ধুই) আবার ওযু করি এবং নামায পড়ি,,,,,কিন্তু সেই গামছা তো শরিরের অন্য জায়গায়ও লেগেছিল,,,,,, সর্বোপরি নাপাকি থেকে বাচা অসম্ভব হয়ে গেছে,,,আবার তাদের শরীর ভেজা থকলে তাদের স্পর্শ থেকে সতর্ক থাকি,,,, তাদের টাচ করা বা স্পর্শ করা করা খাবার খাওয়া থেকে বিরত থাকতে চেষ্টা করি,,,কিন্তু খাবার তো তাদের হাতেই বা কাজের লোকের হাতেই রান্না হয়,,,,,তাই তাদের রান্না করা খাবার খেতেই হয়,,,আবার ওযু বা গোসলের পর সেন্ডেল পরে হাটলেও অনেক সময় বিভিন্ন জায়গায় পা লাগে,,, যার দরুন নাপাকি নিয়ে সন্দেহ হয় এবং পা ধৌত করি,,, আবার গোসলের সময়ও সেন্ডেল পড়ে গোসল করি,,, কিন্তু নিচ থেকে পা ধোয়ার সময় বা অন্য কোন সময় পানি ছিটে আসে,,,, যার কারণে আবার পা ধৌত করি অনেকক্ষণ ধরে,,,যা আমার জন্য অনেক কষ্টের,,,এখন জন্য আমার ক্ষেত্রে শরিয়তের হুকুম কি?যদি আমার বাসার সবকিছু নাপাক হয় তাহলে তো এখান থেকে আরো অনে জায়গায় ছড়িয়ে পড়েছে বা পড়বে!!!!!
অনুগ্রহ করে আমাকে সহজ একটি সমাধান দিন,,,,,