আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
297 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (2 points)
১) পুরুষের জন্য  নারী গায়িকার কন্ঠে only vocal গান( মিউজিকহীন ও শিরকমুক্ত) হলে শোনা যাবে কিনা?
না গেলে,  তা কি হারাম হবে?
or only নিষেধ?
এ ব্যাপারে বিস্তারিত জানতে চাই।

আমরা জানি যে মিউজিকযুক্ত গান শোনা হারাম। এবং গানের কথায় শিরক থাকলে তা শোনা হারাম। তবে খালি গলায় গাওয়া হলে তা শোনা জায়েজ।  খালি গলায় গাওয়া গান হতে পারে,  বা দেশাত্মবোধক গান বা নাশীদ যা না মাহরাম নারী গায়িকা গেয়েছে  তা শোনা কোন পুরুষের জন্য কি হারাম হবে?
২)বর্তমানে অনেক নারী ইসলামিক নাসীহা করে থাকেন যা আমরা youtube বা social media তে দেখে থাকি।যাদের বেশিরভাগই শুধু hijab করেন niqab পরেন না।  যাদের বেশিভাগ videos এর দর্শক ও শ্রোতা পুরুষ। আর পুরুষরা "MashaAllah " "beautiful " এগুলো লিখে কমেন্ট করেন।
এখন আমার প্রশ্ন হচ্ছে,  কোন পুরুষের জন্য কি না মাহরাম নারী কতৃককরা নসিহা মূলক video শোনা ও তাদের face দেখা কি জায়েজ? না হারাম?
৩)আর কোন মহিলার জন্য কি এমন video বানানো জায়েজ?  না হারাম? যখন মহিলাদের কন্ঠও পর্দার অন্তর্ভুক্ত??
৪) নিকাব পরে মুখ ঢেকে কি কোন নারী ইসলামিক নসীহামূলক video YouTube বা অন্য কোন social media তে  upload করতে পারবে?যেখানে পুরুষ শ্রোতা ও দর্শক রয়েছ । তা কি জায়েজ হবে?  নাকি হারাম হবে?
এ ব্যাপারে বিস্তারিত জানতে চাই।
জাযাকাল্লাহু খায়রান।

1 Answer

+1 vote
by (583,020 points)
edited by
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ- 


মহিলাদের কন্ঠস্বর পর্দার অন্তর্ভুক্ত।
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ

يَا نِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِنَ النِّسَاءِ إِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَعْرُوفًا (32) وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى

হে নবীর স্ত্রীগণ! তোমরা অন্য নারীদের মত নও [ইহুদী খৃষ্টান)। তোমরা যদি আল্লাহকে ভয় পাও তবে আকর্ষণধর্মী ভঙ্গিতে কথা বলনা, যাতে যাদের মাঝে যৌনলিপ্সা আছে তারা তোমাদের প্রতি আকৃষ্ট হয়। বরং তোমরা স্বাভাবিক কথা বল। এবং তোমরা অবস্থান কর স্বীয় বসবাসের গৃহে, জাহেলী যুগের মেয়েদের মত নিজেদের প্রকাশ করো না। {সূরা আহযাব-৩২}

কুরআনে কারীমে অপর আয়াতে ইরশাদ হয়েছে,

إِنَّ السَّمْعَ وَالبَصَرَ وَالفُؤَادَ كُلُّ أُولَئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا.

...নিশ্চয় কান, চোখ, হৃদয় এর প্রতিটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সূরা বনী ইসরাঈল (১৭) : ৩৬

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত।

فَالْعَيْنَانِ زِنَاهُمَا النَّظَرُ، وَالْأُذُنَانِ زِنَاهُمَا الِاسْتِمَاعُ، وَاللِّسَانُ زِنَاهُ الْكَلَامُ، وَالْيَدُزِنَاهَا الْبَطْشُ، وَالرِّجْلُ زِنَاهَا الْخُطَا، وَالْقَلْبُ يَهْوَى وَيَتَمَنَّى، وَيُصَدِّقُ ذَلِكَ الْفَرْجُ وَيُكَذِّبُهُ

রাসূল সাঃ ইরশাদ করেন, চোখের জিনা হল [হারাম] দৃষ্টিপাত। কর্ণদ্বয়ের জিনা হল, [গায়রে মাহরামের যৌন উদ্দীপক] কথাবার্তা মনযোগ দিয়ে শোনা। জিহবার জিনা হল, [গায়রে মাহরামের সাথে সুড়সুড়িমূলক] কথোপকথন। হাতের জিনা হল, [গায়রে মাহরামকে] ধরা বা স্পর্শকরণ। পায়ের জিনা হল, [খারাপ উদ্দেশ্যে] চলা। অন্তর চায় এবং কামনা করে আর লজ্জাস্থান তাকে বাস্তবে রূপ দেয় [যদি জিনা করে] এবং মিথ্যা পরিণত করে [যদি অন্তরের চাওয়া অনুপাতে জিনা না করে]। {সহীহ মুসলিম, হাদীস নং-২৬৫৭, মুসনাদে আহমাদ, হাদীস নং-৮৯৩২}

★গ্রহনযোগ্য মতানুসারে যেহেতু মহিলাদের কন্ঠও সতরের অন্তর্ভুক্ত। 

বিস্তারিত জানুনঃ  

https://www.ifatwa.info/1058

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
গায়রে মাহরাম নারী নাশিদ গেলেও তাহা শোনা জায়েজ হবেনা।
হারাম।

খালি গলায় গাওয়া তাদের গান শোনাও জায়েজ হবেনা।
হারাম।

(০২)
কোন পুরুষের জন্য গায়রে মাহরাম নারীর নসিহা মূলক video শোনা ও তাদের face দেখা জায়েজ হবেনা।
অডিও ভিডিও কোনোটাই জায়েজ হবেনা।
হারাম।

(০৩)
যেহেতু এগুলো পুরুষদের কাছেও যাবে,তাই
এরকম ভিডিও বানানোর অনুমতি শরীয়তে নেই।
কেননা মহিলাদের কন্ঠও পর্দার অন্তর্ভুক্ত

(০৪)
নিকাব পরে মুখ ঢেকে কোন নারী ইসলামিক নসীহামূলক video YouTube বা অন্য কোন social media তে  upload করতে পারবেনা।
কেননা এখানে পুরুষ শ্রোতা ও দর্শক রয়েছে।
এগুলো নাজায়েজ ও হারাম।

এগুলো দ্বীনের দাওয়াতের নামে শয়তানী ধোকার অন্তর্ভুক্ত। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (583,020 points)
মাহরাম কোনো নারী কোনো নাশিদ গেয়ে থাকলে তাতে বাদ্য-বাজনা না থাকলে তাহা শোনা যাবে।
তবে যেটি গান হিসেব প্রচলিত, এমন কিছু খালি গলাতেও শোনা জায়েজ হবেনা,মর্মেই ইসলামী স্কলারগন বলেছেন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 207 views
...