জবাবঃ-
বিসমিল্লাহির রহমানির রহিম
হাদীস শরীফে এসেছেঃ
আবদুল্লাহ ইবনে আববাস রাযি. থেকে বর্ণিত-
ذكر عنده الوضوء من الطعام، قال الأعمش مرة والحجامة للصائم، فقال : إنما الوضوء مما يخرج وليس مما يدخل، وإنما الفطر مما دخل وليس مما خرج.
শরীর থেকে (কোনো কিছু) বের হলে অযু করতে হয়, প্রবেশ করলে নয়। পক্ষান্তরে রোযা এর উল্টো। রোযার ক্ষেত্রে (কোনো কিছু শরীরে) প্রবেশ করলে রোযা ভেঙ্গে যায়, বের হলে নয়। (ফাতাওয়া হিন্দিয়া ১/২০৪; রদ্দুল মুহতার ২/৪০২)
ফাতাওয়ায়ে শামীতে এসেছেঃ
اؤ ابتلع ما بين أسنانه وهو دون الحمصة . لانه تبع لريقه .ولو قدرها افطر
(لانه تبع لريقه ) لانه قليل لا يمكن الاحتراز عنه
চানা বুটের চেয়ে ছোট বস্তু দাঁতের ফাঁকে আটকে গেলে এবং তা গলার ভেতর চলে গেলে কিংবা খেয়ে ফেললে রোজা ভাঙে না। (শামি, খণ্ড ৩, পৃষ্ঠা ৩৬৭)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখ রয়েছে,
"একটা ভাতের দানা যা ভাংগা সেটা মুখে গিয়েছে"
সুতরাং এ বিবরণ অনুপাতে বুঝা যায় যে সেটি ছোলা বুটের সমান নয়।
তাই প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার রোজা হয়ে যাবে।
কাজা আদায় করতে হবেনা
তবে ভবিষ্যতে সতর্ক থাকবেন।
আরো জানুনঃ-