ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
১.থুতু ফেলার সময় ঠোটে লেগে থাকা থুতু কিংবা হাসাহাসি করার সময় সামান্য থুতু ঠোটে লাগলে তা যদি ঠোট বা জিহ্বা দ্বারা মুছে গিলে ফেলা হয়, তাহলে সিয়াম ভঙ্গ হবে না।
(২) ওজু গোসলের সময় ঠোটে লেগে থাকা পানির পরবর্তীতে লালার সাথে মিলিত হয়ে গলার ভিতর চলে গেলে অজু নষ্ট হবে না।
(৩)
ফুল বা মৃগনাভির ঘ্রাণ নিলে রোজা ভাঙে না। (শামি, খণ্ড ৩, পৃষ্ঠা ৩৯৯)
ইচ্ছাকৃতভাবে নাকের শ্লেষ্মা মুখের ভেতর নিয়ে নিলে রোজা ভাঙে না। (বিনায়া, খণ্ড ৪, পৃষ্ঠা ২৯৪)
মুখের থুতু গিলে ফেললে রোজা ভাঙে না। (নাওয়াজিল, পৃষ্ঠা ১৫০)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
রোজা অবস্থায় খাবার, ফলমূল ইত্যাদির ঘ্রাণ, আতরের ঘ্রাণ নিলে রোজা ভঙ্গ হবে না।
(৪)
হানাফি মাযহাব অনুযায়ী মাসআলা জানতে বাংলা অনুবাদ বা এ জাতীয় কোন বই পড়লে কোনো সমস্যা হবে না।
(৫) ফতোয়ায়ে আলমগীরীর বাংলা অনুবাদ পড়া যাবে।