ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)কুকুরের শরীর যদি দৃশ্যমান কোনো নাপাকি না থাকে, তাহলে কুকুরের শরীরের সাথে স্পর্শ লাগলে শরীর নাপাক হবে না এবং অজুও নষ্ট হবে না।
(২) নামাজের নিয়ত মনে মনে করবেন, আপনি এই মুহূর্তে কোন নামায পড়তে চাচ্ছেন? সেটা মন দ্বারা ঠিক করবেন।হ্যা আরবীতে জবান নাড়িয়ে নিয়ত করা উত্তম যদি আপনি আরবী পারেন।নতুবা বাংলায়ও করা যাবে।
(৩)জামাতের সাথে বেতের নামাজে পড়ার সময় নিজে দোয়া কুনুত না পড়লে, নামাজ হবে তবে ইচ্ছাকৃত তরক করার কারণে মাকরুহ হবে।ইমাম সাহেবের সাথে নামাযে মুক্তাদির কোনো ওয়াজিব ছুটে গেলে তখন মুক্তাদির উপর সাহু সিজদা আসবে না।
(৪)সাধারণ যে মাসলা গুলা দৈনন্দিন জীবনে প্রয়োজন, সেগুলো শিখতে হলে ইসলামিক অনলাইন মাদরাসায় ভর্তি হতে পারেন।
(৫)কেউ ইখতেলাফ পূর্ণ মাসআলা জিজ্ঞেস করলে,নিজে উত্তর না দিয়ে বরং মুফতী সাহেবের নিকট পাঠিয়ে দিবেন।
(৬) যখন যে নামাজ ওয়াক্ত হবে, তখন সেই নামাজেরর নিয়ত মনের মধ্যে রেখে নামায শুরু করে নিলেই হবে।
(৭) ইলিয়াস ফয়সাল লিখিত, নবীজির নামায কিতাবখানা সংগ্রহ করে নিবেন।
(৮)ওয়াসওয়াসা দুর করার রাস্তা হল, সাথে সাথেই আউযু বিল্লাহ পড়ে, দু রাকাত নামায পড়ে নিবেন।
(৯)'নবীজী কে ভালবেসে দাড়ি রেখেছি' এমন কথা বলা যাবে।
(১০)লাইতুল কদর এর নামাজ বলতে নির্দিষ্ট কোনো নামায বা সূরা নাই।
(১১)আযান ও ইকামতের সময় নবীজীর নাম শুনে দুরুদ পড়তে হবে না। পরবর্তীতে পড়তে হবে।