আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
484 views
in সালাত(Prayer) by (45 points)
১। ইশার ফরয নামাজ জামাতে আদায় করে কিছুক্ষণ বসে ছিলাম। এর পর উঠে দাঁড়িয়ে মনের ভুলে বেতরের নামাজের নিয়্যাত করে নামাজ শুরু করে দেই ( সুন্নত পড়ি নি তখনও )। নামাজের ২য় রাকাতে দাড়ানোর পর মাথায় আসে যে আমার সুন্নত পড়ার কথা। এখন...

ক. নিয়্যাত যেহেতু করে ফেলেছি নামাজ পড়ে ফেলি ভেবে নামাজ পড়ে ফেললে, পরে কি সুন্নাত আদায় করা যাবে?

খ. এধরনের পরস্থিতিতে পড়লে আমার করনীয় কি?

২। নামাজে বৈঠকে বসা অবস্থায় কোথায় তাকিয়ে থাকা সুন্নাহ?
৩। আমি যদি মিউট করে কোন ভিডিও দেখি, সেখানে লোকটা সালাম দেয় ( যেহেতু মিউট করা ছিল আমি শুনতে পারি নি, কিন্তু কথা বলার অংগভংগি দেখে আমি তা বুঝতে পারি ), আমি যদি উত্তর না দেই, আমার কি গুনাহ হবে?

1 Answer

0 votes
by (583,020 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 

শরীয়তের বিধান মতে নামাজের পর সুন্নাত নামাজ এর বিধান ফরজের ভূল ইত্যাদি পূরনের জন্য।
সুতরাং ইশার নামাজের পর সুন্নাত নামাজ আগে পড়তে হবে। 

বিতর নামাজ শেষে করার কথা হাদীস শরীফে এসেছেঃ   

قال صلى الله عليه وسلم : ( اجْعَلُوا آخِرَ صَلَاتِكُمْ بِاللَّيْلِ وِتْرًا ) رواه البخاري (953) ، ومسلم (751) .
সারমর্মঃ রাসুলুল্লাহ সাঃ বলেন তোমরা তোমাদের নামাজের একে বারে শেষে বিতর নামাজ আদায় করো।  
۔
عَنْ جَابِرٍ رضي الله عنه قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( مَنْ خَافَ أَنْ لَا يَقُومَ مِنْ آخِرِ اللَّيْلِ فَلْيُوتِرْ أَوَّلَهُ ، وَمَنْ طَمِعَ أَنْ يَقُومَ آخِرَهُ فَلْيُوتِرْ آخِرَ اللَّيْلِ ، فَإِنَّ صَلَاةَ آخِرِ اللَّيْلِ مَشْهُودَةٌ ، وَذَلِكَ أَفْضَلُ ) رواه مسلم (755) .
সারমর্মঃ বিতর নামাজ শেষে আদায় করতে হবে।     

আবু সালামা ইবনে আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি হযরত আয়েশা রা. কে জিজ্ঞাসা করেন যে, রমযানে নবীজীর নামায কেমন হত? তিনি উত্তরে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযানে এবং রমযানের বাইরে এগার রাকাতের বেশি পড়তেন না। প্রথমে চার রাকাত পড়তেন, যার সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞাসা করো না! এরপর আরও চার রাকাত পড়তেন, যার সৌন্দর্য ও দীর্ঘতা তো বলাই বাহুল্য! এরপর তিন রাকাত (বিতর) পড়তেন।-সহীহ বুখারী ১/১৫৪, হাদীস ১১৪৭; সহীহ মুসলিম ১/২৫৪, হাদীস ৭৩৮; সুনানে নাসায়ী ১/২৪৮, হাদীস ১৬৯৭; সুনানে আবু দাউদ ১/১৮৯, হাদীস ১৩৩৫; মুসনাদে আহমদ ৬/৩৬, হাদীস ২৪০৭৩
,
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে তার বিতর শেষে পড়া উচিত ছিলো।
তবে আগে পড়ার কারনে নামাজ হয়নি,বিষয়টি এমন নয়। 
তবে সুন্নাতের খেলাফ হয়েছে   
,

(০২)
নামাজের সময় দাঁড়ানো অবস্থায় দৃষ্টি সিজদার দিকে থাকবে, রুকু অবস্থায় থাকবে দুই পায়ের মাঝখানে, বসা অবস্থায় থাকবে কোলের দিকে, সিজদা অবস্থায় থাকবে নাকের দিকে। (কিতাবুল মাবসুত : ১/২৮)
,
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে কোলের দিকে তাকিয়ে থাকবে।
এটাই সুন্নাহ।   
,
(০৩)
না, এই সালামের জবাব দেওয়া আপনার উপর জরুরি নয়।
এতে জবাব না দিলে আপনার কোনো গুনাহ নেই।
,
★টেলিভিশন, রেডিও,যেকোনো অডিও ভিডিও এর সালামের জবাব দেওয়ার বিধান সংক্রান্ত বিস্তারিত জানুনঃ          


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 334 views
0 votes
1 answer 1,233 views
...