আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার জিজ্ঞাসার বিষয়টি যাকাত সংক্রান্ত। আমার হিসাব ঠিক আছে কি না তা জানার জন্যই প্রশ্নটা করা। ভয় পাচ্ছি যদি ভুল হয় তাই এখানে জানতে চাওয়া।।
এক বোন আমার কাছে জানতে চেয়েছে। তার স্বর্ণ আছে ২১ক্যারেটের (৫ ভরি ৯ আনা) আর ২২ ক্যারেটের (১ ভরি ১২ আনা)। রুপা ১৫ ভরি সর্বমোট। এখন এই বোনের তো নিসাব পরিমাণ হয়েছে তাই না! বোনের হাসবেন্ড সরকারী জব করে যার বেতন থেকে প্রতি মাসে ৫০০০৳ সরকার কতৃক কেটে নিয়ে জমা রাখা হয়। এই টাকাটা এদের মালিকানাধীন নয় আপাতত। কারণ তারা যদি এই টাকা ইউজ করতে চায় তাহলে তা লোন হিসেবে নিতে হবে। এই টাকার এমাউন্টটা অনেক হয়েছে এতোদিনে (কয়েক লাখ হবে)। যেহেতু টাকাটা সরকারের অধীন আপাতত এবং এই টাকা যদি তারা ব্যবহার করতে চায় তাহলে তা লোন হিসেবে নিতে হবে। তাহলে কি এই টাকার যাকাত তাদের দিতে হবে?
আর সোনা, রুপা ও টাকা মিলে যাকাত ফরজ হলে যাকাত কি আলাদা আলাদা দিতে হবে? যেমন -সোনার আলাদা, রুপার আলাদা ও টাকার আলাদা!?
স্বর্ণকারের দোকান থেকে শুনে যে হিসাবটা পেয়েছি ঠিক আছে কি না বলতেন যদি
94600 Kore 21k 5 vori 9 ana = 526200 tk
20% sell price = 420960
Zakat = 420960* 2.5% = 10,524 tk
আর,
22 k - 1vori 12 ana = 1,73,250 Tk,
20% sell price = 173250 - 20% = 1,38,600tk
Zakat --- 138600*2.5% = 3465 Tk
রুপার,
15*1200= 18,000*2.5% = zakat 450Tk
কষ্ট করে হিসাব ঠিক আছে কি না বলিয়েন প্লিজ শায়েখ।
এখন হয়তো আবার দাম বাড়তে পারে। কয়েকদিন আগে হিসাবটা করা। এখন ২/১ দিনে দাম যদি বেড়ে যায় তাহলে কি নতুন দামে আবার হিসাবটা করে দিতে হবে?
দয়া করে কষ্টকরে আমার সংশয়গুলোর জবাব দিয়েন ইন শা আল্লাহ। আল্লাহ আপনাদের এর বিনিময়ে অতি উত্তম বিনিময় দান করুন আমীন।
আমি সোনা + রুপার পরিমাণ বলেছি সে হিসেবে এক্সাক্ট কত যাকাত দিতে হবে আমাকে হিসাবটা করে দিতেন যদি তাহলে উপকৃত হতাম। আর টাকাটার যাকাত আসবে কি না সেটাও বলতেন যদি।
জাযাকুমুল্লাহু খইরন। লেখা বড় হওয়ার জন্য আফওয়ান।