আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
87 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (8 points)
আসসালামুয়ালাইকুম

১/ একটি বিষয় জানার ছিল যে গোপনে আদায়কৃত নফল সালাত এর ফজিলত বেশি। এক্ষেত্রে সুন্নতে মুয়াক্কাদাহ গুলো কি ঘড়ে আদায়ে সোওয়াব বেশি? পরিপুর্ণ হাদিস টি জানতে চাই।

২/ অনেক সময় ঘড়ে নফল সালাত আদায়ের সময় ঘড়ের লোকজন দেখে ফেলে যা অত্যন্ত স্বাভাবিক, এক্ষেত্রে কি তাদের থেলেও গোপন করতে হবে? হোপনে আদায় বলতে কি বূঝানো হয়েছে?

৩/ গত দুইদিন ফযর এর পর ঘুমালে স্বপ্নে আমার পরিচিত কোনো না কোনো দ্বীনদার ব্যক্তি কে দেখতে পাই যে তার সাথে গল্প ল্করছি বা সময় কাটাচ্ছি। এবং মাদ্রাসা, মসজিদ, জামাতে(নামাজ) অংশ নেওয়া বা খুতবা এই সংশ্লিষ্ট বিষয় ও থাকে। এর কোনো অর্থ আছে কি?

৪/ আমার মৃত কোনো আত্মীয় কে স্বপ্নে দেখলে করণিয় আছে কি বা এর দ্বারা কোনো কিছু কি বোঝানো হয় মৃত ব্যক্তির তরফ থেকে?

৫/ রাতে ঘুমানোর সময় অনেক বার ই এমন হয় যে নফস খুব উত্তেজিত থাকে এবং শরীর কে এক পর্যায়ে সম্পূর্ন বশে নিয়ে যায়। ( এক সময়ে গুনাহ হত ফলে এখন ও তার রেশ আছে পুরোপুরি ছাড়া হয় নি) নফস অনেক অত্যাচার করে ফলে মাঝে মাঝে হাল্কা তন্দ্রা অবস্থায় গুনাহ হয়,  এমনকি ঘুম থেকে উঠার পরবর্তী সময়েও গুনাহ হয় শারীরিক উত্তেজনা বশত। ঘিমের পূর্বে এমন কোনো আমল আছে কি যার দ্বারা নফস ও শয়তান উভয় কেই প্রতিহত করতে সক্ষম হব ইন শা আল্লাহ?

৬/ যদি কারো এমন চিন্তা হয় যে বিবাহ করলে আমি নেককার সঙগী না ও পেতে পারি যেহেতু আমি নিজে নেককার না, কিংবা আমার সন্তান এর সাথে সম্পর্ক ভালো না ও হতে পারে যেহেত বাবা মা এর অনেক সময়েই হক নষ্ট করে থাকি(অবাধ্যতা, খারাপ আচরণ) কিংবা আমার পরিবার হয়ত দ্বীনদার কাওকে মেনে নিবে না----- এসব চিন্তা থেকে বিয়ে না করলে কি সমস্যা হবে? বিয়ে এর কি অনেক ফজিলত বা সোয়াব যা অন্য কোনো বিকল্প মাধ্যমে পাওয়া যাবে না?

৭/ অনেক মানুষে মানুষে অনেক পার্থক্য থাকে। কেও খুবি দ্বীনদার কেও কম। কারো তাকওয়া বেশি কারো কম। কেও অনেক বড় আলীম কেও কম। এগুলো কি আল্লাহ নির্ধারিত। সর্বাবস্থায় মানুষের করণিয় কি?
৮/ ইলম, তাকওয়া, তাসাউফ, দ্বীনের কাজ এগুলোর মধ্যে সবচেয়ে উত্তম অর্জন কোনটি?

1 Answer

0 votes
by (678,880 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ- 


(০১)
হাদিসে রাসূলুল্লাহ (সা.) বলেন,

فَصَلُّوا أَيُّهَا النَّاسُ فِي بُيُوتِكُمْ فَإِنَّ أَفْضَلَ الصَّلاَةِ صَلاَةُ الْمَرْءِ فِي بَيْتِهِ إِلاَّ الْمَكْتُوبَة

অর্থ: ‘হে লোকসকল! তোমরা বাড়িতে নামাজ আদায় কর, কেননা ফরজ নামাজ বাদে সকল নামাজ নিজ বাড়িতে পড়া সর্বোত্তম।’
[সহিহ বুখারি, হাদিস: ৭৩১]

হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিআল্লাহু তাআ’লা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের কিছু অংশ তোমরা তোমাদের ঘরসমূহে আদায় করো আর ঘরগুলোকে কবরস্থানে পরিণত করো না। 
(সহিহ বুখারি: ৪২২, সহিহ মুসলিম: ৭৭৭)

অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে- উম্মুল মুমিনীন হযরত আয়েশা রাদিআল্লাহু তাআ’লা আনহা বিষয়টিকে আরও স্পষ্ট করে দিয়েছেন। তাকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নফল নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হলে, তিনি বর্ণনা দিলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে যুহরের পূর্বে ৪ রাকাআত পড়ে মসজিদে রওয়ানা করতেন আর মসজিদে গিয়ে মুসল্লিদের সঙ্গে ফরজ নামাজ আদায় করে আবার ঘরে ফিরে এসে দুই রাকাআত পড়তেন।
তিনি মানুষের সঙ্গে মাগরিবের নামাজ আদায় করতেন অতঃপর ঘরে ফিরে দু’রাকাআত পড়তেন। মানুষের সঙ্গে ইশার নামাজ আদায় করে ঘরে ফিরে দুই রাকাআত পড়তেন। 
(সহিহ মুসলিম: ৭৩০)

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “ إِذَا قَضَى أَحَدُكُمُ الصَّلاَةَ فِي مَسْجِدِهِ فَلْيَجْعَلْ لِبَيْتِهِ نَصِيبًا مِنْ صَلاَتِهِ فَإِنَّ اللَّهَ جَاعِلٌ فِي بَيْتِهِ مِنْ صَلاَتِهِ خَيْرًا ” .

আল্লাহর ইবাদত-আনুগত্য যেখানে করা হয়, সেখানে রহমতের ফেরেশতারা আসা যাওয়া করেন। এতে সেখানে কল্যাণ নেমে আসে। হযরত জাবির রাদিআল্লাহু তাআ’লা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ নামাজ আদায় করলে ঘরে আদায়ের জন্য একটি অংশও যেন সে রেখে দেয়। কারণ, আল্লাহ তায়ালা নামাজের ফলে তার ঘরে কল্যাণ দান করবেন। 
(সহিহ মুসলিম: ৭৭৮)

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
সুন্নাত নামাজ ঘরে আদায় করাই উত্তম।
এক্ষেত্রে ঘরে আদায়ের সুন্নাত পালনের দরুন ছওয়াব হবে,ইনশাআল্লাহ । 

উল্লেখ্য যে যদি কাহারো ক্ষেত্রে বিষয় এমন হয় যে ঘরে সুন্নাত আদায়ের নিয়তে মসজিদ থেকে চলে আসলে আর সে সুন্নাতই আদায় করবেনা,বা অন্য কাজে লিপ্ত হয়ে যাবে,সেক্ষেত্রে তার জন্য মসজিদে সুন্মাত আদায় উত্তম হবে। 

(০২)
না,গোপন করতে হবেনা।
এক্ষেত্রে তারাও আপনার নামাজ পড়া দেখে শিখবে। 

(০৩)
আপনি দ্বীনি পরিবেশে আছেন,দ্বীনদার লোকদের সাথে উঠাবসা করছেন,এমন ইঙ্গিতই উক্ত স্বপ্ন বহন করে।

(০৪)
এক্ষেত্রে আপনার আমল বাড়িয়ে দিতে হবে,দ্বীনদার লোকদের সাথে উঠাবসা করতে হবে,পবিত্র হালতে থাকতে হবে,অহংকার থেকে বেঁচে থাকতে হবে। 
বেশি বেশি কুরআন তেলাওয়াত, যিকির আযকার,ফরজ সহ নফল নামাজ পড়তে হবে। 
দান ছদকাহ করতে হবে।
,
স্বপ্নের কথা কাউকে বলা যাবেনা।

বিস্তারিত জানুনঃ- 

(০৫)
আপনি অযু করে ঘুমাবেন।
তিন কুল তিনবার পড়ে শরীরে ফুল দিয়ে ঘুমাবেন।
আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন।
বিবাহিত না হলে সামর্থ্য থাকলে বিবাহ করবেন।

(০৬)
এসব চিন্তায় বিবাহ না করার কোনো যৌক্তিকতা নেই।

বিবাহ অর্ধেক দ্বীন,এর দ্বারা মানুষের দ্বীন পূর্ণতা পায়,তাই বিবাহ করার পরামর্শ থাকবে। 

(০৭)
হ্যাঁ, এগুলো আল্লাহ কর্তৃক নির্ধারিত।

(০৮)
প্রত্যেকটিই আপন অবস্থা থেকে উত্তম ও জরুরী। 
তবে প্রাথমিক অবস্থায় সাধারণদের জন্য ইলম অর্জন উত্তম হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...