১. আসসালামু আলাইকুম শায়েখ কোন ছেলে মেয়ের প্রেম থাকলে। ছেলে মেয়েকে কোন আংটি উপহার দিলো কিন্তু তখন কোন সাক্ষী ছিল না। মুখে ইজাব কবুল হয় নাই। পরে প্রেম ভেঙে গেলে সেই ছেলে তার কোন পরিচিতকে আংটির ব্যাপারে বললে সে তা ফেরত নিতে আসে এবং মেয়েও পরে অন্য আরেকটা ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়ায় তাকে আগের ছেলেটার আংটি উপহার দেয়ার ব্যাপারে বলে। এখন প্রশ্ন হলো এই উপহার আদান প্রদান এর সময় কোন লোকজন ছিলনা শুধু ছেলে আর মেয়ে ছিল। কিন্তু উপহার ফেরত নেয়ার সময় যে অনেক মানুষ গুলো জানলো এগুলো দ্বারা তো বিয়ের ইজাব কবুল হয় নাই তাই তো শায়েখ? আসলে একটা উপহার ছিল। কোন ইজাব কবুল এর উদ্দেশ্য ছিল না মেয়ের দিক থেকেও না। আর ছেলের দিক থেকেও না। তাকে জিজ্ঞেস করা হইছিল আংটি কেন উপহার দিছিল সে। ছেলেটা বলছিল কোন উদ্দেশ্য ছিল না। বিয়ে র উদ্দেশ্য তো ছিলই না। এমনি মানুষ মানুষকে উপহার দেয় সেভাবে একটা উপহার দেয়া ছিল। বিয়ের উদ্দেশ্য ছিল না।
২. মেয়ে টা হেদায়েত পায় এবং তার উপরোক্ত কোনও প্রেমিকের সাথে বিয়ে হয় নাই। বাবা মায়ের পছন্দে অন্য ছেলের সাথে বিয়ে হয়। উপরোক্ত ঘটনায় তো কোন বিয়ে হয় নাই। মেয়েটার এখন কার বৈবাহিক জীবন তো শুদ্ধ তাই তো শায়েখ?
৩. জানার জন্য প্রশ্ন কোন মেয়ের যদি বাবার অনুমতি ছাড়া বিয়ে হয় কিন্তু সেখান থেকে তালাক হয় না। মেয়েটা প্রথমে মাযহাব সম্পর্কে না জানলেও পরবর্তী তে আহলে হাদিসের মত মানে এবং তার বাবার অনুমতি তে অন্য ছেলের সাথে বিয়ে হয়। কিন্তু সেই ছেলে কোন মাযহাবের অনুসরণ করে না। তার বিয়ের ব্যাপারে অভিভাবক ছাড়া বিয়ে হয় এমন মত থাকলে কি তাদের বর্তমান বিয়ে হয় নাই বা তালাক হবে? পুরোটাই জানার জন্য প্রশ্ন। মেয়েটার সাথে এমন কিছু হয় নাই।
৪. শায়েখ বিয়ের আগে কাউকে প্রেম থাকলে তাকে বিয়ে করতে চাই নি মেয়েটা। কিন্তু মেয়ে তারর মাকে এভাবে বলছে। আমার ডিপ্লোমা শেষ সেমিস্টারে ছেলে দেখবা আমি বিয়ে করবো৷ আর তার আগে মেয়ের মা ছেলেকে এমন করে বলছিল আমার মেয়েকে বৌ বলে ডাকতে পারো না যা একটা প্রশ্ন ছেলে বলছিল যখন হবে তখন দেখবো। কিন্তু মেয়ের মা ভুলে গেছিল ছেলেটা কি বলছিল তবে তার মনে ছিল বৌ, আচ্ছা বা কবুল সম্মতিসূচক কিছুই ছেলেটা বলে নাই। আর মেয়েটাও বলে নাই ঐ প্রেমিক ছেলেটার সাথে বিয়ে দিয়ে দাও। এখন মায়ের এমন কথায় তো ইজাব কবুল হবে না। যেখানে মেয়েটা অনুমতি দেয় নাই। উপস্থিত ছিল না শোনেও নাই। এখন মেয়ের মা আবার বলে যে সে ভুলে যায়। আসলে সে পুরনো কথা বলতে চায় না তাই এভাবে বলছে। এখন মেয়ের সব মনে আছে পুরনো ঘটনা। সে নিজের মনে থাকার উপর আমল করলো তার তো অন্য যার সাথে বিয়ে হইছে সেটাই শুদ্ধ তাই তো শায়েখ?
৫. এগুলো নিয়ে কি আর ভাবা লাগবে? নিশ্চিত হয়ে সংসার করতে পারবে?