(০১)
আপনি যদি ভিডিও দেখার সময় অ্যাডগুলো স্কিপ করে যান, তাহলে ভিডিও ক্রিয়েটরের কোনো হক নষ্ট করা হয়না।
বরং এক্ষেত্রে অ্যাডগুলোতে বাদ্য-বাজনা বা নারীদের ছবি থাকলে অ্যাডগুলো স্কিপ করা আবশ্যক।
নতুবা আপনার গুনাহ হবে।
(০২)
তাকে বিষয়টি জানানো আপনার উপর বাধ্যতামূলক নয়।
তাকে যতদিন না জানাবেন, ততদিন তার হক নষ্ট হতেই থাকবেনা।
এতে তার হক নষ্টের কিছুই নেই।
(০৩)
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ كَانَتْ لَهُ مَظْلَمَةٌ لأَخِيهِ مِنْ عِرْضِهِ أَوْ شَيْءٍ فَلْيَتَحَلَّلْهُ مِنْهُ الْيَوْمَ قَبْلَ أَنْ لاَ يَكُونَ دِينَارٌ وَلاَ دِرْهَمٌ إِنْ كَانَ لَهُ عَمَلٌ صَالِحٌ أُخِذَ مِنْهُ بِقَدْرِ مَظْلَمَتِهِ وَإِنْ لَمْ تَكُنْ لَهُ حَسَنَاتٌ أُخِذَ مِنْ سَيِّئَاتِ صَاحِبِهِ فَحُمِلَ عَلَيْهِ
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের সম্ভ্রমহানি বা অন্য কোন বিষয়ে যুলুমের জন্য দায়ী থাকে, সে যেন আজই তার কাছ হতে মাফ করিয়ে নেয়, সে দিন আসার পূর্বে যে দিন তার কোন দ্বীনার বা দিরহাম থাকবে না। সে দিন তার কোন সৎকর্ম না থাকলে তার যুলুমের পরিমাণ তা তার নিকট হতে নেয়া হবে আর তার কোন সৎকর্ম না থাকলে তার প্রতিপক্ষের পাপ হতে নিয়ে তা তার উপর চাপিয়ে দেয়া হবে।
(বুখারী শরীফ ২৪৪৯.৬৫৩৪) (আধুনিক প্রকাশনীঃ ২২৭০, ইসলামিক ফাউন্ডেশনঃ ২২৮৭)
রাসূল (ﷺ)-বলেন, নিশ্চয়ই তোমাদের পরষ্পরের রক্ত, সম্পদ ও সম্মান পরষ্পরের জন্য হারাম’।(মুত্তাফাক্ব আলাইহ, মিশকা,ত হা/২৬৫৯)।
রাসূল (ﷺ) বলেন, সাবধান! কোন ব্যক্তির মাল অন্য কারো জন্য হালাল নয়, যতক্ষণ না সে তা স্বেচ্ছায় প্রদান করে।’ (আহমাদ হা/২০৭১৪; মিশকাত হা/২৯৪৬; ছহীহুল জামে‘ হা/৭৬৬২)।
.
রাসূল (ﷺ) আরো বলেন, যে যুলুমের ব্যাপারে আল্লাহ ছাড় দেন না, তা হ’ল বান্দার উপর কৃত যুলুম, যার বদলা তিনি বান্দাদের একে অপর থেকে গ্রহণ করবেন(সিলসিলা সহীহাহ হা/১৯২৭, সনদ হাসান)।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
বান্দার হক বলতে বান্দার সাথে সংশ্লিষ্ট যেকোনো বিষয় নিজের পক্ষ থেকে নষ্ট করা।
যেমন কাহারো সম্পদ চুরি করা,আত্মসাৎ করা,জুলুম করে নেয়া।
কাউকে প্রহার করা,হত্যা করা,অন্যায় ভাবে কাহারো নামে মামলা করা,কাউকে বিপদে ফেলে দেয়া।
কাহারো গিবত করা,কাউকে গালি দেয়া,কথা বলে কাহারো মনে কষ্ট দেয়া ইত্যাদি ।