ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) কোন বিষয়ে আব্বু নিষেধ করলে এবং আম্মু অনুমতি দিলে বা আম্মু নিষেধ করলে আব্বু অনুমতি দিলে ওই কাজটি পরিত্যাগ করাই শ্রেয়।যেই কাজ উভয়জন অনুমতি দিবেন,সেটাই করবেন। আল্লাহর হুকুমের খেলাফ হয়,মমাতাপিতার এমন কোনো বিধিনিষেধ মান্য করা জায়েয হবে না।
(২) বিড়ালকে আদর করে বিছানায় না রাখাই উত্তম। বরং বিড়ালের জন্য পৃথক ব্যবস্থা করে নিবেন।
(৩) নিজের বয়স কমিয়ে তাতে যোগ দেওয়া জায়েয হবে না। বরং এটা স্পষ্টত ধোকা হবে।
(৪) বয়স যতদিন,যত মাস,ততই বলতে হবে, নতুবা সেটা মিথ্যা হয়ে যাবে।
(৫+৬)ইসলামী রাজনীতি করা কি? সেই বিষয়টা কোনো দারুল ইফতায় সরাসরি উপস্থিত হয়ে জেনে নেওয়ার অনুরোধ রইলো।
(৭)মিলাদের সময় যে কুরআন তেলাওয়াত হয়,সেটা শ্রবণ করাও ওয়াজিব।