ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ফাতাওয়ায়ে হিন্দিয়ায় বর্ণিত রয়েছে-
وَالْمَرْأَةُ تَعْتَكِفُ فِي مَسْجِدِ بَيْتِهَا إذَا اعْتَكَفَتْ فِي مَسْجِدِ بَيْتِهَا فَتِلْكَ الْبُقْعَةُ فِي حَقِّهَا كَمَسْجِدِ الْجَمَاعَةِ فِي حَقِّ الرَّجُلِ لَا تَخْرُجُ مِنْهُ إلَّا لِحَاجَةِ الْإِنْسَانِ كَذَا فِي شَرْحِ الْمَبْسُوطِ لِلْإِمَامِ السَّرَخْسِي
মহিলা চাইলে রমজানের শেষ দশে এ'তেকাফে বসতে পারবে।যখন সে তার ঘরের মসজিদে এ'তেকাফে বসে যাবে,তখন এই জায়গা তার জন্য মসজিদের সমতুল্য হয়ে যাবে,যেভাবে পুরুষদের জন্য জামে মসজিদ রয়েছে।সে প্রাকৃতিক প্রয়োজন ব্যতীত ঐ জায়গা থেকে আর বের হতে পারবে না।
(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/২১১)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) ইফতার এবং সাহরি করার উদ্দেশ্যে ইতিকাফের স্থান ত্যাগ করে ডাইনিং টেবিলে গিয়ে খাওয়া যাবে না।বরং ইতিকাফ স্থলে খাবার নিয়ে এসে খেতে হবে। খাওয়া শেষে নিজের প্লেটকে ইতিকাফ স্থলে ধৌত করে নিতে হবে।হ্যা, ব্যবহৃত পানি ফেলার জন্য রুম থেকে বের হওয়া যাবে।
(২) ইতিকাফের স্থানে ঘুমানো যাবে।
(৩) নামাজ,সাহরি,ইফতার এর সময় দেখার জন্য , কুরআন তিলাওয়াত শুনার জন্য, দ্বীনি কোর্সের রেকর্ড ক্লাস করার জন্য,এবং এলার্ম এর জন্য মোবাইল কাছে রাখা যাবে। এবং আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনার মা
কে কল দিতে পারবেন।
(৪)জ্বী,আপনি বাহিরের বাথরুম ব্যবহার করতে পারবেন।
(৫) সাহরি খাওয়া শেষে বাথরুমে গিয়ে দাঁত ব্রাশ করতে পারবেন।তবে ইতিকাফ স্থলেই মিসওয়াক করে তারপর বাথরুমে যাওয়াই উত্তম।
(৬) জ্বী,বিছানায় আপনি প্রয়োজনীয় জিনিস রেখে ব্যবহার করতে পারবেন।
(৭) জ্বী, প্রয়োজনীয় পোশাক ইতিকাফের স্থানে রাখবেন। বাথরুমে যাওয়ার সময় নিয়ে যাবেন। যদি স্রাব লেগে যায়, তাহলে সেটা ধৌত করে শুকাতে পারবেন,ইতিকাফ স্থলে বালতিতে পানি নিয়ে এসে ধৌত করার সম্ভব হলে, সেখানেই করবেন।এবং পরিধানের অন্য কাপড় না থাকলে বারান্দা থেকে গিয়ে নিয়ে আসতে পারবেন।
(৮)সাদাকা করার জন্য অনলাইনে যাওয়া এবং বিকাশ আ্যপ ব্যবহার করা যাবে।
(৯) পানি আনার জন্য ফিল্টার পর্যন্ত যেতে পারবেন।
(১০) জ্বী, আপনি ইতিকাফের স্থানে থেকে আম্মুকে ইনসুলিন দিতে পারবেন।
(১১) ইতিকাফের স্থান ঐ ঘর, যে ঘরে আপনি ইতিকাফে বসবেন।
(১২) ইস্তেঞ্জা করতে যাওয়া আসার সময় রুমের লাইট ফ্যান বন্ধ করা এবং চালু করা যাবে।