ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১) কাফের শব্দটি ব্যাপক। সকল প্রকার অমুসলিমকেই কাফির বলা হয়। এবং মুশরিক শব্দের অর্থ হল, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে। কাফির আর মুশরিক, সবার স্থানই জাহান্নাম।
(২) হিন্দু, ক্রিস্টান,বৌদ্ধ এরা যদি মনে করে স্রষ্টা একজন আছেন কিন্তু আল্লাহকে তারা বিশ্বাস না করে সম্ভবত, তাহলে তারা কাফের হিসেবে বিবেচিত হবে।
(৩) কেউ যদি এমন মনে করে যে, স্রষ্টা একজন আছেন, তাহলে তাকে পরবর্তী প্রশ্ন নবী সম্পর্কে করা হবে। যদি তারা নবীকে অস্বীকার করে, তাহলে তারাও অমুসলিম হিসেবে বিবেচিত হবে।
(৪) হিন্দু, বৌদ্ধ এদেরকে মুশরিক বলা যাবে।তবে খৃষ্টানদেরকে কুরআনে মুশরিক বলা হয়নি।
(৫) হিন্দু, ক্রিস্টান,বৌদ্ধ এদেরকে কাফের বলা যাবে।
(৬)আল্লাহকে নিয়ে কেউ কটুক্তি করলে সে কাফের হয়ে যাবে। মুহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কেউ কটুক্তি করলে সেও মুরতাদ/কাফের হবে।
(৭) ৬ নং প্রশ্ন অনুযায়ী কেউ এভাবে আল্লাহ ও মুহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লামকে কটুক্তি করলে, সে মুরতাদ/কাফির হয়ে যাবে।
(৮) ফেসবুকে বা ইউটিউবে অনেক সময় দেখা যায় কেউ, আল্লাহ ও মুহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লামকে কটুক্তি করতেছে তখন আপনার উচিৎ, এ পোষ্টকে এড়িয়ে চলা।