ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
(০১)
একজনের যাকাত অন্যজন আদায় করে দিলে যাকাত দাতার পক্ষ থেকে যাকাত আদায় হবে।
তবে এক্ষেত্রে শর্ত হলো যার পক্ষ থেকে যাকাত দিবে,যাকাত প্রদানের পূর্বে তার অনুমতি নিতে হবে।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি যদি স্বেচ্ছায় তার কাছ থেকে নেওয়া টাকার উপর আসা যাকাত তার অনুমতিক্রমে আদায় করে দেন, তাহলে সেটা জায়িয হবে।
এক্ষেত্রে সেই ব্যাক্তির যাকাত আদায় হবে।
(০২)
যদি এটি ঋণদাতার পক্ষ থেক যাজাত আদায়ের নিয়ত করা হয়,সেক্ষেত্রে এটি জায়েজ।
(০৩)
সদকার খাত সংক্রান্ত মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
اِنَّمَا الصَّدَقٰتُ لِلۡفُقَرَآءِ وَ الۡمَسٰکِیۡنِ وَ الۡعٰمِلِیۡنَ عَلَیۡهَا وَ الۡمُؤَلَّفَۃِ قُلُوۡبُهُمۡ وَ فِی الرِّقَابِ وَ الۡغٰرِمِیۡنَ وَ فِیۡ سَبِیۡلِ اللّٰهِ وَ ابۡنِ السَّبِیۡلِ ؕ فَرِیۡضَۃً مِّنَ اللّٰهِ ؕ وَ اللّٰهُ عَلِیۡمٌ حَکِیۡمٌ ﴿۶۰﴾
সাদাকাহ হচ্ছে শুধুমাত্র গরীবদের এবং অভাবগ্রস্তদের, আর এই সাদাকাহর (আদায়ের) জন্য নিযুক্ত কর্মচারীদের এবং (দীনের ব্যাপারে) যাদের মন রক্ষা করতে (অভিপ্রায়) হয় (তাদের), আর গোলামদের আযাদ করার কাজে এবং কর্জদারদের কর্জে (কর্জ পরিশোধে), আর জিহাদে (অর্থাৎ যুদ্ধ সরঞ্জাম সংগ্রহের জন্য) আর মুসাফিরদের সাহায্যার্থে। এই হুকুম আল্লাহর পক্ষ হতে নির্ধারিত, আর আল্লাহ মহাজ্ঞানী, অতি প্রজ্ঞাময়।
(সুরা তওবা ৬০)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
যাকাত আদায়ের জন্য যাকাত গ্রহনের যোগ্য ব্যক্তি নিশ্চিত করা ওয়াজিব।