ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
দুই রক্তস্রাবের মধ্যে ১৫ দিন গ্যাপ থাকতে হয়। সুতরাং এক রক্তস্রাব থেকে আরেক রক্তস্রাব পর্যন্ত যদি ১৫ দিন গ্যাপ না থাকে, তাহলে পূর্বের আদত অনুযায়ী প্রত্যেক মাসের ঐ দিনকে হায়েয এবং পরবর্তী দিনসমূহকে ইস্তেহাযা গণ্য করা হবে। যদি ঐ হায়েযের সময় রোযা রাখবেন না।তবে ইস্তেহাযার সময়ে রোযা রাখবেন।হায়েযের সময়ের রোযাকে পরবর্তীতে কাযা করে নিবেন।
"ودم الاستحاضة حکمه کرعاف دائم وقتًا کاملاً لایمنع صومًا وصلاةً ولو نفلاً وجماعَا؛ لحدیث: توضئي وصلي وإن قطر الدم علی الحصیر". (الدرالمختارعلی صدر ردالمحتار:ج؍۱،ص؍۲۹۸، باب الحیض)
و في الشامية: ’’(قَوْلُهُ: لَا يَمْنَعُ صَوْمًا إلَخْ) أَيْ وَلَا قِرَاءَةً وَمَسَّ مُصْحَفٍ وَدُخُولَ مَسْجِدٍ، وَكَذَا لَا تُمْنَعُ عَنْ الطَّوَافِ إذَا أَمِنَتْ مِنْ اللَّوْثِ، قُهُسْتَانِيٌّ عَنْ الْخِزَانَةِ ط‘‘.(١/ ٢٩٨)
"والمستحاضة ومن به سلس البول والرعاف الدائم والجرح الذي لایرقأ یتوضؤن لوقت کل صلاة فیصلون بذلک الوضوء في الوقت ماشاؤا من الفرائض والنوافل". (الهدایة على صدر البنایة:ج؍۱،ص؍۴۷۹،باب الحیض) فقط واللہ اعلم