আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
230 views
in সালাত(Prayer) by (34 points)
১) রেগুলার মিসওয়াক করলে মৃত্যুর সময় শাহাদাহ নসিব হবে এমন কোনো বর্ণনা আছে কি?

২) আমরা ফরয সলাতের শেষে যে ৩ বার আসতাগফিরুল্লাহ এবং আল্লাহুম্মা আনতাস সালাম.... পড়ি। নবী কারীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্নত নামায শেষেও এগুলো পড়তেন?

1 Answer

0 votes
by (589,410 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ- 
(১)
মিসওয়াক করলে মৃত্যুর সময় শাহাদাহ নসিব হবে এমন কোনো বর্ণনা হাদীসের কিতাব সমূহে খুজে আমরা পাইনি।তবে মিসওয়াকের অনেক ফযিলত হাদীসে বর্ণিত রয়েছে।তাকী উসমানী দাঃবাঃ দরসে তিরমিযি নামক কিতাবে উল্লেখ করেন,
মিসওয়াকের ফযিলত নিয়ে ৭০টিরও অধিক হাদীস বর্ণিত হয়েছে।
মুসান্নিফে কেরাম উনাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে লিখেন,
ومنافعه وصلت لنيف وثلاثين منفعة أدناها إماطة الأذى وأعلاها تذكر الشهادة عند الموت رزقنا الله ذلك بمنه وكرمه.
মিসওয়াকের ত্রিশের অধিক ফায়দা রয়েছে।সর্বনিম্ন ফায়দা হল,মৃত্যুর সময় কালিমা নসিব হওয়া।এবং সর্বোচ্ছ ফায়দা হল,মৃত্যুর সময়ে কালিমা নসিব হওয়া।আল্লাহ আমাদেরকে এ ফযিলত দান করুক।আমীন।
(আন-নাহরুল ফায়েক-১/৪১)

قَالَ فِي النَّهْرِ: وَمَنَافِعُهُ وَصَلَّتْ إلَى نَيِّفٍ وَثَلَاثِينَ مَنْفَعَةً، أَدْنَاهَا إمَاطَةُ الْأَذَى، وَأَعْلَاهَا تَذْكِيرُ الشَّهَادَةِ عِنْدَ الْمَوْتِ، رَزَقَنَا اللَّهُ بِمَنِّهِ وَكَرَمِهِ
(রদ্দুল মুহতার-১/১১৫)

(২)
হযরত আয়েশা রাযি থেকে বর্ণিত
عن عائشة، قالت: كان رسول الله صلى الله عليه وسلم إذا سلم لم يقعد إلا مقدار ما يقول: «اللهم أنت السلام، ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام»
তিনি বলেন,রাসূলুল্লাহ সাঃ ফরয নামাযে সালাম ফিরানোর পর 'আল্লাহুম্মা আনতাস-সালাম ওয়া মিনকাস-সালাম তাবারাকতা ইয়া যালজালালি ওয়াল ইকরাম' বলার পরিমাণ সময় ব্যতীত বসতেন না বরং পরবর্তী সুন্নত/নফল নামাযে দাড়িয়ে যেতেন।(যদি সুন্নত নফল থাকতো)
সুনানু ইবনি মা'জা-৯২৪(শামেলা)

ويكره تأخير السنة إلا بقدر اللهم أنت السلام
ফরযের পর সুন্নত কে পূর্ববর্তী দু'আর চেয়ে বেশী দেড়ী করা মাকরুহ। 
আদ্দুর্রুল মুখতার-১/৫৩০

সুতরাং যে সব নাসাযের পর সুন্নত নফল রয়েছে,সে সব নামাযে সুন্নত নফলের পরই যিকির দু'আ পড়া উত্তম আর যে সব নামাযে পরবর্তী সুন্নত নফল নেই সে সব নাসাযে ফরযের পরপরই দু'আ যিকির পড়া উত্তম।
ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ-৫/৬৬৪(ফারুকিয়া করাচি তাহকিককৃত)
বিস্তারিত জানুন-https://www.ifatwa.info/2293


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 183 views
...