আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
396 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (51 points)
closed by
আসসালামু আলাইকুম,
পৃথিবীর আকৃতি কিংবা ঘুর্ণন সংক্রান্ত আয়াতগুলো কি মুহকামাত এর অন্তর্ভুক্ত নাকি মুতাশাবিহাত এর?  কেনোননা এক্ষেত্রে অনেক আলেমদের বিভিন্ন মত রয়েছে প্র্থিবী গোল নাকি চ্যাপ্টা এ ব্যাপারে। এর মধ্যে কোনটা প্রসিদ্ধ।
আর এই আকার আকৃতিগত বিশ্বাসের জন্যে কি কারো ইমান এর উপর প্রভাব ফেলবে?
closed

1 Answer

0 votes
by (714,280 points)
selected by
 
Best answer

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/2093 নং ফাতাওয়ায় আমরা উল্লেখ করেছি যে,
কুরআনে কারীমে কোথাও স্পষ্ট করে বলা হয়নি যে,পৃথিবী সমতল নাকি গোলাকার।তবে আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে,পৃথিবী গোলাকার।আধুনিক বিজ্ঞানের এ থিউরীকে কোরআন অস্বীকার করছে না।বরং চিন্তা করলে এ মতের পক্ষ্যে সমর্থন পাওয়া যায়,

যেমন আল্লাহ তা'আলা বলেন,
خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِالْحَقِّ يُكَوِّرُ اللَّيْلَ عَلَى النَّهَارِ وَيُكَوِّرُ النَّهَارَ عَلَى اللَّيْلِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ يَجْرِي لِأَجَلٍ مُسَمًّى أَلَا هُوَ الْعَزِيزُ الْغَفَّارُ
তিনি আসমান ও যমীন সৃষ্টি করেছেন যথাযথভাবে। তিনি রাত্রিকে দিবস দ্বারা আচ্ছাদিত করেন এবং দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন এবং তিনি সুর্য ও চন্দ্রকে কাজে নিযুক্ত করেছেন প্রত্যেকেই বিচরণ করে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত। জেনে রাখুন, তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল।(সূরা যুমার-০৫)

অত্র আয়াতে আল্লাহ তা'আলা দিন রাত্রির পরিবর্তনের বিষয়কে  يكور দ্বারা বর্ণনা করেছেন।
যার মূল অর্থ কোনো কিছু গোল বানানো। যেমন—মাথায় পাগড়ি পেঁচানো। এ শব্দটি  পৃথিবীকে  গোলাকারের দিকে ইঙ্গিত দেয়। কারণ  রাতকে দিন দ্বারা ও দিনকে রাত দ্বারা এভাবে পেচানো তখনই সম্ভব হবে, যখন পৃথিবীর আকার গোল হবে।কেননা পৃথবী গোলাকার না হলে তাকে রাত দিন দ্বারা পেঁচানো সম্ভব হবে না।

আধুনিক বিজ্ঞানের বহু আগে কোরআনের এ আয়াত পাঠ করে ইমাম ইবনে হাজম আন্দালুসি(৩৮৪-৪৫৬হিজরী) (রহ.) পৃথিবী গোলাকার হওয়ার কথা বলেছেন। (ইবনে হাজম, আল-ফিছাল ফিল মিলাল : ১/৩৫২)


আল্লাহ তা'আলা অন্য এক আয়াতে বলেন,
وَالْأَرْضَ بَعْدَ ذَلِكَ دَحَاهَا
পৃথিবীকে এর পরে বিস্তৃত করেছেন(সুরা নাজিআত-৩০)।

দেখুন এখানে পৃথিবীর বিস্তৃতি বোঝাতে ‘দাহা’ শব্দ ব্যবহার করা হয়েছে। দোহা শব্দের অর্থ  বিস্তৃত হলেও এর মূল অর্থ হল,ডিম্বাকৃতি।

আরবি ভাষার প্রাচীন ও সর্বাধিক গ্রহণযোগ্য অভিধান ‘লিসানুল আরব’-এ বর্ণিত রয়েছে, ‘দাহ্উন’  শব্দমূল থেকে এসেছে ‘আদহা’ ও ‘ইদহা’।
والأُدْحِيُّ والإدْحِيُّ والأُدْحِيَّة والإدْحِيَّة والأُدْحُوّة: مَبِيض النعام في الرمل، وزنه أُفْعُول من ذلك، لأَن النعامة تَدْحُوه برِجْلها ثم تَبِيض فيه وليس للنعام عُشٌّ.
ومَدْحَى النعام: موضع بيضها،وأُدْحِيُّها: موضعها الذي تُفَرِّخ فيه.
এর অর্থ উটপাখির ডিম সাদৃশ।সুতরাং এ আয়াত থেকেও পৃথিবী গোলাকার হওয়ার ইঙ্গিত পাওয়া যায়।

এ পর্যন্ত যা আলোচনা হল,এগুলোকে কুরআনের তাফসীর বলা যাবে না।বরং এগুলো হলো,কুরআনের আজাইব।


যে সমস্ত মুফাসসিরীনে কেরাম পৃথীবিকে সমতল বলেছেন,এটা কুরআন হাদীসের কথা না।বরং এটা ছিলো তাদের নিজস্ব ইজতেহাদ।আর ইজতেহাদ অর্থ হলো,যা বাস্তব সম্মত হওয়া বা না হওয়া উভয়েরই সম্ভাবনাই রাখে।তারা তৎকালিন সময়ের সাধারণ জ্ঞান অনুযায়ী সেই সব উক্তি করেছিলেন।আপনি যে রেফারেন্স দিয়েছেন,তথায় খুজি উক্ত মনিষিদের কোনো বক্তব্য পাইনি।


এখন মানুষ বলছে,পৃথিবী গোলাকার।এটা অকাট্য নয়।কেননা কোরআন হাদীস সরাসরি আমাদেরকে বলছে না।আবার আমরা নিজ চক্ষু দ্বারা সেটাকে দেখছিও না।দেখলে অবশ্যই সেটাকে মেনে নিতাম।সুতরাং এ সম্ভাবনাও থেকে যায়, যে পৃথিবী সমতল।কেননা পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে এ নিয়ে আমরা বিজ্ঞানের সিদ্ধান্ত ও পাল্টা সিদ্ধান্ত দেখেছি।


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
পৃথিবী গোলাকার সম্পর্কীয় আয়াত মুতাশাবিহাত এর অন্তর্ভুক্ত।

যেহেতু পৃথিবী গোলাকার সম্পর্কিত আয়াতগুলো মুতাশাবিহাত এর অন্তর্ভুক্ত। তাই এগুলোর উপর ইয়াকি ও বিশ্বাস  আনা বা না আনা ঈমানের উপর কোনো প্রকার প্রভাব ফেলবে না।বরং এগুলোতে ইজতেহাদগত মতপার্থক্য থাকাটাই স্বাভাবিক।



(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...