আসসালমুআলাইকুম হুজুর,
আমি খুবই ওয়াসওয়াসা রুগী ৩ বছর ধরে মানসিক ocd রোগের ওষধ খাচ্ছি।
হুজুর কিছু ক্ষন আগে মনে মনে বললাম রহমাতুল্লাহ আলামীন।
দিয়ে মনে মনে সন্দেহ হতে থাকলো। আমি কি নবী সাঃ এর কাছে কিছু চাইলাম। দিয়ে মনে হচ্ছে মনে মনে আমি কি নবী সাঃ এর কাছে কিছু চাইলাম। আস্তাগিরুল্লাহ। আমর সঙ্গে সঙ্গে ভয় হয়ে জাই, হুজুর আমি তো জানি যা চাওয়ার আল্লাহর কাছে চাইতে হয়, আর আমি আল্লাহর কাছে ই চাই।কিন্তু তখন ওয়াসওয়াসা র জন্য মনে মনে হলো নবী সাঃ এর কাছে কিছু চাইলাম। আল্লাহ কসম করে বলছি যা হয়েছে মনে মনে আস্তাগিরুল্লাহ । আমি মুখে উচ্চরণ করিনি, আর এইসব মুখে উচ্চরণ করতে পারিনা।
হুজুর তার পর থেকে মনে হচ্ছে আমি কোনো হুজুর এর কাছে কিছু চাইছি, মনে মনে। কিন্তু আমি আল্লাহ কসম করে বলছি আমি চাইছিনা। আর আমি মুখে উচ্চরণ ও করিনি। আর করবো না। আমার ওয়াসওয়াসা র জন্য এমন মনে হচ্ছে । আমর খুব ভয় হচ্ছে আমার ঈমান চলে গেলে আমি বাঁচবো না
হুজুর আমি তো মুখে উচ্চরণ করিনি। আর জীবনে এটা করতে পারিনা। মনে মনে এমন হয়েছে, হুজুর আল্লাহ কসম আমি মুখে উচ্চরণ করিনি। যা চাইবো আল্লাহর কাছে চাইবো। ওয়াসওয়াসা র জন্য এমন মনে হয়েছিল।
১. হুজুর আমি তো মুখে উচ্চরণ করিনি, মনে মনে শয়তানের ওয়াসওয়াসা র জন্য এমন হয়েছে এর জন্য কি ঈমান চলে যাবে?
২. হুজুর খেজুর খাচ্ছিলাম দিয়ে খেজুর চিবিয়ে খাচ্ছিলাম দাতে দাঁত লেগে শব্দ হচ্ছিল খাবার জন্য , মনে মনে ভয় হলো উচ্চরণ করে ফেললাম নাকি। তখন ওইসব মনে হচ্ছিল।তাই মনে হচ্ছে উচ্চরণ করে ফেললাম নাকি। আসলে আমি খাচ্ছিলাম তাই ঐরকম মনে হচ্ছিল আসলে আমি উচ্চরণ করিনি। আল্লাহ কসম আমি উচ্চরণ করিনি। খুব ভয় হচ্ছে ঈমান চলে যাবে নাকি হুজুর?? আল্লাহ কসম উচ্চরণ করিনি।
৩. আপনাদের কে বললাম ঘটনা টা তার জন্য কি ঈমান চলে যাবে?
৪. আমি ইউটিউব টা খুলেছি দিয়ে একটা হিন্দি সিনেমার কমেডি ভিডিও সামনে এসেছে। ভিডিও টা দেখছিলাম আমি বিষয় টা বাংলাতে বলছি , দেখতে দেখতে দেখছি দুটো ভিখারী আছে । একটা ভিখারী বলছে আল্লাহর নামে কিছু দিন। এবার পাসের আরেকটা ভিখারী কে এই ভিখারী বলছে , তুমিও বলো আল্লাহর নামে কিছু দিয়ে দাও। দিয়ে বলছে হিন্দি না জানলে ইংলিশ এ বলো দিয়ে ওই ভিখারী " আল্লাহর নামে কিছু দিন " এই কথাটা ইংলিশ এ বলছে । দেখে হাসি পাবার মত করেই বলছে, এমন করে বলছে হাসি পাবে। আমি খুবই ওয়াসওয়াসা রুগী। তাই আমি দেখে মনে একটু হাসি পেল আমি আর মুখ খুলে হাসিনাই। আমর মনে হলো হাসলে হয়ত ঈমান চলে যাবে। কিন্তু আল্লাহ কসম করে বলছি আমার ভয় ও হয়েছে আর খুবই একদম মনে একদম হালকা একটু হাসি আসতে গিয়ে ও আমি হাসি নাই হুজুর। হাসির ভাব টা একটু এসেছিল কিন্তু মুখ খুলে হাসিনাই।
হুজুর যদি ভুল করে হাসি বেরিয়ে যেতো ভিডিও টা তে অভিনয় টা দেখে তাহলে কি ঈমান চলে যেত??
৫.আমি তো সেই ভাবে মুখ খুলে হাসিনাই ভয় পেয়ে গিয়েছিলাম , মনে খুবই হালকা হাসি আসতে গিয়েও আমি হাসিনাই সেইভাবে আমার কি ঈমান চলে যাবে?? খুব ভয় হচ্ছে হুজুর
৬.হুজুর ওই টা তহ একটা মুভির কমেডি ভিডিও , কথাটা ইংলিশ এ এমন করে বলছে দেখে হাসি পাবার মত , কিন্তু আমার মন তহ আর আল্লাহ কে নিয়ে ঠাট্টা বা তামাশা এই রকম কোনো ভাবনা ছিলই না । আল্লাহ কসম করে বলছি ।
যদি হাসি বেরিয়ে যেতো নরমালি , তাহলে কি ঈমান চলে যেত?