বিসমিহি তা'আলা
সমাধানঃ-
সেভিংস একাউন্টে যে ইন্টারেস্ট আসে সেটা সুদ।
সুদের টাকাকে সওয়াবের নিয়্যাত ব্যতীত সদকা করতে হবে।
অন্য কোনো খাতে ব্যবহার করা যাবে না।
যদি এই সুদের টাকাকে পৃথক করা না হয়,বরং ব্যাংকেই অন্যান্য টাকার সাথে একত্রিত থাকে।
এবং ব্যাংক সার্ভিস চার্জ বাবৎ ঐ সুদের টাকা থেকে কেটে নিয়ে যায়,তাহলে ঐ কর্তনকৃত টাকায় যে পরিমাণ সুদের টাকা রয়েছে,তা নিজের পক্ষ থেকে সদকাহ করে দিতে হবে।কেননা সার্ভিস চার্জ গ্রাহকের উপর ব্যাংকের হক্ব।সুতরাং ব্যাংকের হক্ব-কে সুদের টাকা দিয়ে পরিশোধ করা যাবে না।
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.