আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
138 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (4 points)
(প্রশ্নগুলো আমার বোনের পক্ষ থেকে)

১: নাবালেগ শিশুর স্বর্ণের যাকাত হবে কিনা?

২:বৃদ্ধ মহিলাদের স্বর্ণের যাকাত হবে কিনা।(সংসারের সকল খরচ তার হাত থেকেই হয় তবে ইনকাম তার ছেলে করে)

৩:কারো যদি ৭.৫ ভরির কম স্বর্ণ থাকে কিন্তু তার বিক্রয় মূল্য ৫২ তোলা রুপার থেকে বেশি সেক্ষেত্রে যাকাত হবে কিনা?

৪.কারো যদি নেসাবের কম স্বর্ণ থাকে কিন্তু রৌপার হিসেবে নেসাব পরিমান টাকা থাকে সেক্ষেত্রে কি শুধু টাকার যাকাত হবে নাকি সাথে স্বর্ণের ও যাকাত হবে?

৫: একজন প্রসিদ্ধ আলেমের বক্তব্যে শুনেছি যে, কারো সামান্য কিছু স্বর্ণ থাকলে তার সাথে নগদ টাকাও থাকলে সেই দুটো মিলিয়ে নেসাবের সর্বনিম্ন মান (৫২ তোলা রুপা) অতিক্রম করলেই সম্পূর্ণ টাকা ও স্বর্নের যাকাত দিতে হবে।এই বক্তব্যের গ্রহনযোগ্যতা কতখানি?

এটা গ্রহনযোগ্য হলে, যদি নেসাব পরিমান টাকা আছে কিন্তু স্বর্ণ নেসাবের কম আছে সেক্ষেত্রে কি দু এর ই যাকাত হবে নাকি শুধু টাকার?
by (4 points)
ওস্তাদ দয়াকরে সবগুলো প্রশ্নের আলাদা আলাদা করে উত্তর দিবেন।এতে আমার জন্যে বুঝতে সুভিদা হবে।

1 Answer

0 votes
by (721,400 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
নাবালকে  সম্পত্তিতে কোনো প্রকার আসবে না।
قال الحصکفي: وشرط افتراضہا (الزکاة): عقل وبلوغ وإسلام - قال ابن عابدین: قولہ: عقل وبلوغ: فلا تجب علی مجنون وصبي (الدر المختار مع رد المحتار: ۳/۱۷۳، کتاب الزکاة، ط: زکریا، دیوبند)

(২)
বৃদ্ধ মহিলাদের স্বর্ণের যাকাত দিতে হবে যদি স্বর্ণটি নেসাব পরিমাণ থাকে।তবে যদি স্বর্ণ ব্যতিত কোনো টাকা পয়সা ঐ বৃদ্ধমহিলার কাছে না থাকে, তাহলে ঐ মহিলা স্বর্ণকে বিক্রয় করে যাকাতের টাকা আদায় করবে।

(৩)
কারো যদি ৭.৫ ভরির কম স্বর্ণ থাকে কিন্তু তার বিক্রয় মূল্য ৫২ তোলা রুপার থেকে বেশি সেক্ষেত্রে যাকাত ওয়াজিব হবে না।

(৪)
কারো যদি নেসাবের কম স্বর্ণ থাকে এবং সাথে রূপাও থাকে, কিন্তু রৌপা বা টাকা নেসাব পরিমান টাকা থাকে, তাহলে সেক্ষেত্রে সর্বপ্রকার মালেই যাকাত ওয়াজিব হবে।

,(৫)
জ্বী, কারো সামান্য কিছু স্বর্ণ থাকলে এবং তার সাথে নগদ টাকাও থাকলে সেই দুটো মিলিয়ে যদি নেসাবের সর্বনিম্ন মান (৫২ তোলা রুপা) অতিক্রম করে, তাহলে সম্পূর্ণ টাকা ও স্বর্নের যাকাত দিতে হবে। এই বক্তব্যে  গ্রহনযোগ্য।


আরো জানুন-
https://darulifta-deoband.com/home/ur/zakat-charity/172023


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (721,400 points)
+1
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...