ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
নাবালকে সম্পত্তিতে কোনো প্রকার আসবে না।
قال الحصکفي: وشرط افتراضہا (الزکاة): عقل وبلوغ وإسلام - قال ابن عابدین: قولہ: عقل وبلوغ: فلا تجب علی مجنون وصبي (الدر المختار مع رد المحتار: ۳/۱۷۳، کتاب الزکاة، ط: زکریا، دیوبند)
(২)
বৃদ্ধ মহিলাদের স্বর্ণের যাকাত দিতে হবে যদি স্বর্ণটি নেসাব পরিমাণ থাকে।তবে যদি স্বর্ণ ব্যতিত কোনো টাকা পয়সা ঐ বৃদ্ধমহিলার কাছে না থাকে, তাহলে ঐ মহিলা স্বর্ণকে বিক্রয় করে যাকাতের টাকা আদায় করবে।
(৩)
কারো যদি ৭.৫ ভরির কম স্বর্ণ থাকে কিন্তু তার বিক্রয় মূল্য ৫২ তোলা রুপার থেকে বেশি সেক্ষেত্রে যাকাত ওয়াজিব হবে না।
(৪)
কারো যদি নেসাবের কম স্বর্ণ থাকে এবং সাথে রূপাও থাকে, কিন্তু রৌপা বা টাকা নেসাব পরিমান টাকা থাকে, তাহলে সেক্ষেত্রে সর্বপ্রকার মালেই যাকাত ওয়াজিব হবে।
,(৫)
জ্বী, কারো সামান্য কিছু স্বর্ণ থাকলে এবং তার সাথে নগদ টাকাও থাকলে সেই দুটো মিলিয়ে যদি নেসাবের সর্বনিম্ন মান (৫২ তোলা রুপা) অতিক্রম করে, তাহলে সম্পূর্ণ টাকা ও স্বর্নের যাকাত দিতে হবে। এই বক্তব্যে গ্রহনযোগ্য।
আরো জানুন-
https://darulifta-deoband.com/home/ur/zakat-charity/172023