আসসালামু আলাইকুম।
আমি গতবছর রমজানের প্রথম দিকে যাকাত হিসাব করে দিয়ে দেই আলহামদুল্লিয়াহ। কিন্তু এইবার একটু দেরি হয়ে গেছে (আল্লাহ্‌ মাফ করুক, আমীন)। এখন, ধরেন, এই রমাজনের প্রথম দিকে আমার কাছে ছিলো ১ লক্ষ টাকা। কিছুদিন আগে (মানে নবম রমজানের পরে) আরো ২০ হাজার টাকা আসে। একি দিন, আরো ২০ হাজার টাকা আমার ব্যাংক একাউন্টে জমা দিয়েছে কিন্তু এখনো আমার একাউন্টে জমা হয় নাই (অন হোল্ড অবস্থায় আছে)।
১) এখন আমাকে কত টাকার যাকাতের হিসাব করতে হবে? ১ লক্ষ, নাকি ১ লক্ষ ২০ হাজার, নাকি ১ লক্ষ ৪০ হাজার? যেহেতু পরের ৪০ হাজার টাকার এক বছর পুরা হয় নাই, তাই আমি একটু কনফিউসড।
২) আমি যদি ১ম রমজানে যাকাত হিসাব করে ফেলি এবং পুরা রমজান ধীরে ধীরে যাকাতের টাকা দিতে থাকি তাহলে কি হবে? নাকি হিসাব করার সাথে সাথে দিয়ে দিতে হবে?
৩) আমি নিয়ত করতেছি যে ১ম রমজান থেকে ১ম রমজান হিসেবে ১ বছর হিসেব করে যাকাত হিসাব করবো ইনশাআল্লাহ্‌। এখন কোন কারনে যদি ১ম রমজানে যাকাত হিসাব করতে না পারি এবং ধরি ৫ম রমাজানে হিসাব করি তাহলে সম্পদ/টাকা কোনটার তা ধরবো (১ম রমজানে আমার যা ছিলো নাকি ৫ম রমজানে আমার যা আছে)? এবং পরবর্তী বছর হিসাব করবো কোন রমজান কে সামনে রেখে (১ম রমজান নাকি ৫ম রমজান)?
৪) আমার আপন ফুফু, ঢাকা ১ রুমের বাসা ভারা নিয়ে থাকে ফেমেলি সহ। বাসায় মোটামোটি সব ই আছে (খাট, সোফা, ফ্রিজ, টেলিভিশন, ইত্যাদি)। কিছু তাদের নিজেদের আগের কিনা হইতে পারে, আবার কিছু অনেকে দিয়ে দেয় এরকম। ফুফা কিছু করে (তাদের কয়েকটা এমব্রয়ডারির সেলাই মেশিন আছে), ফুফু কিছু মানুষ খাওয়ায়, ২জন ফুফাতো ভাই আছে। আমরা যতটুকু জানি যে তারা মোটামটি কষ্টে থাকে। আমাদের আসলে ভিতরের খবর জানা নেই যে তাদের কাছে নিসাব পরিমান স্বর্ণ, সম্পদ, বা টাকা জমা আছে নাকি। তবে শুনি যে তাদের খেতে কষ্ট হয়, ফুফার ব্যবসা ভালো চলে না, ছোট ছেলের মাদ্রাসার খরচ দিতে কষ্ট হয় ইত্যাদি, ইত্যাদি। এই অবস্থায় তদের কি যাকাত দেওয়া যাবে?
৪) আমাদের প্রতিবেশি একজন খালা, সে তার ছেলে, ছেলের বৌ, ২ নাতি নাতনি নিয়ে ২ রুম ভারা নিয়ে থাকে। বাসার অবস্থা আগের টার মত (খাট, সোফা, ফ্রিজ, টেলিভিশন, ইত্যাদি)। কিছু তাদের নিজেদের আগের কিনা হইতে পারে, আবার কিছু অনেকে দিয়ে দেয় এরকম হয়তে পারে। ছেলে আসলে অলস, সহজে কিছু করে না। করলে ভালো টাকাই পায়, কিন্তু করে না। ছেলের বৌ কিছু করে, ছেলের মা (মানে খালা) কিছু করে। শুনি যে তারাও কষ্টে দিন কাটায়। আমাদের আসলে ভিতরের খবর জানা নেই যে তাদের কাছে নিসাব পরিমান স্বর্ণ, সম্পদ, বা টাকা জমা আছে নাকি। এই অবস্থায় তদের কি যাকাত দেওয়া যাবে?