ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
যদি এই সব খাবার গায়রুল্লাহর নামে উৎসর্গ করা না হয়, তাহলে সেগুলো আপনি ভক্ষণ করতে পারবেন।যদিও ভক্ষণ না করাই উত্তম।আর যদি আল্লাহ ব্যতিত অন্য কারো নামে উৎসর্গ করা হয়, তাহলে তখন কিন্তু এইসব খাবার ভক্ষণ করা জায়েয হবে না।
حاشية الطحطاوي على مراقي الفلاح: (ص: 693)
"واعلم أن النذر الذي يقع للأموات من أكثر العوام وما يؤخذ من الدراهم والشمع والزيت ونحوها إلى ضرائح الأولياء الكرام تقربا إليهم فهو باطل وحرام اه قال في البحر لوجوه منها أنه نذر لمخلوق ولا يجوز لأنه عبادة والعبادة لا تكون لمخلوق ومنها أن المنذور له ميت والميت لا يملك ومنها أنه إن ظن أن الميت يتصرف في الأمور دون الله تعالى كفر"
(২)
কারো মালের উৎস হালাল না হারাম? সে সম্পর্কে জানা সম্ভব না হলে হালালই গণ্য করতে হবে।
(৩)
কেন আপনি গ্রহণ করবেন না। গ্রহণ করার তো রুখসত রয়েছে। কেননা হালাল হওয়াই প্রত্যেক মালের মূলকথা।
(৪)
নাপাকি আছে কি না? সে সম্পর্কে হিন্দু ব্যক্তিকে জিজ্ঞাসা করে নিবেন।যদি সম্ভব না হয়, তাহলে হিন্দুদের দোকানকে পরিত্যাগ করাই শ্রেয়। সর্বোপরি একজন মুসলমানের জন্য উচিৎ হল, তিনি মুসলমানের কাছ থেকেই খাবার ক্রয় করবেন।