আমার আব্বু একজনের সাথে শেয়ারে ব্যাবসা করেন।শেয়ারে বলতে উনারই ব্যাবসা সেখানে আব্বুর কয়েক লাখ টাকা শেয়ার আছে,ব্যাবসার বাকি সবকিছু উনিই দেখাশুনা করেন শুধু প্রতি মাসে আমাদের কিছু টাকা দেন(লাভ হতে)
বেশ কয়েকমাস ধরে উনি ঠিকমতো টাকা দিচ্ছিলেন না,আর টাকা হিসেব করেও দেন না আন্দাজে একটা এমাউন্ট দেন।সে কারনে 5-6মাস আগে উনার সাথে আলোচনার মাধ্যমে চুক্তি বাতিল হয় কিন্তু উনি আমাদের টাকাটা সহজে ফেরত দিচ্ছিলেন না,অনেক ঝামেলার পর ২ দিন আগে ১ লক্ষ টাকা ফেরত দিয়েছেন বাকিটা এখনও উনার কাছে।এ ছাড়া আমাদের আর কোনো জমানো টাকা নেই।এখন কি শুধু এই ১ লক্ষ টাকার উপর ই জাকাত প্রযোজ্য ( এটাও মাঝে 5-6মাস অন্নের দখলে ছিল,১ বছর তো নিজের কাছে ছিল না) নাকি সম্পূর্ণ টাকা জেটা এখনো উনার দখলে রয়ে গেছে সেটার ওপর ও জাকাত ধার্য হবে?<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_230401_101442_631.sdoc-->