জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শরীর থেকে রক্ত বের হলে রোজার কোনো ক্ষতি হয় না।
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ احْتَجَمَ وَهُوَ صَائِمٌ مُحْرِمٌ
ইবনু ‘আব্বাস (রাযি.) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওম ও ইহরাম অবস্থায় রক্তমোক্ষণ করিয়েছেন।
সুনান আত-তিরমিযী (১২৪/৭৭৯), ইরওয়া (৯৩২), যঈফ সুনান ইবনু মাজাহ (৩৭১), তাকরীজ হাক্বীকাতুস সিয়াম (পৃঃ ৬৭-৬৮)।
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم احْتَجَمَ وَهُوَ صَائِمٌ .
আবূ মা‘মার আবদুল্লাহ্ ইবন আমর ........ ইবন আববাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোযা থাকাবস্থায় (স্বীয় দেহে) শিংগা লাগিয়েছিলেন।
(আবু দাউদ ২৩৬৪)
আরো জানুনঃ-
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে জিহবা থেকে রক্ত বের হওয়ার দরুন তো রোযার সমস্যা হয়নি।
তবে এখানে মূল বিষয় হলো সেই রক্ত গলায় চলে গিয়েছে কিনা?
প্রশ্নের বিবরণ মতে আপনি এই রক্ত না গিলে ফেলার ব্যাপারে সতর্ক ছিলেন।
সুতরাং আপনি যদি গলায় রক্তের স্বাদ অনুভব না করে থাকেন,সেক্ষেত্রে রোযা ভেঙ্গে যায়নি।
গলায় রক্তের স্বাদ অনুভব না করে থাকলে শুধু শুধু সন্দেহের ভিত্তিতে রোযা ভেঙ্গে যাবেনা।
★আর যদি গলায় রক্তের স্বাদ অনুভব করে থাকেন,সেক্ষেত্রে রোযা ভেঙ্গে গিয়েছে।
তবে বাকি দিন পানাহার থেকে বিরত থাকবেন।
পরবর্তীতে এই রোযার শুধু কাজা আবশ্যক হবে। কাফফারা আবশ্যক হবেনা।