আসসালামু আলাইকুম,
আমার বাবা ঋনের মধ্যে আছেন, ঘরের বাজার করতেও হিমসিম খায়, তিনি তরকারি ব্রিক্রি করে কিন্তু খুব একটা ভালো সেল হয়না।মোট কথা তার আর্থিক অবস্থা ভালো না। পরিবারে শুধু উনিই ইনকাম করেন, আমার মা, ২ বোন ও দাদুর খরচ চালান।
আমার দাদার দেওয়া মোটামুটি ভালোই সম্পদ আছে কিন্তু আমার বড় চাচার জন্য তা সম্পুর্ন ভাবে আমার বাবা ভোগ করতে পারছেন না। এমন অবস্থায় আমার হাসবেন্ড কি তার ভাগের যাকাত আমার বাবা কে দিতে পারবে??