আসসালামু আলাইকুম,
আমি তাকওয়া অবলম্বনের জন্য পুরুষ উস্তাযের কাছে তিলাওয়াত পড়া দিই না, যেহেতু তিলাওয়াতের সময় চাইলেও কন্ঠ কর্কশ করা সম্ভব হয় না পুরোপুরি। তিলাওয়াত শুনতে এমনিই সুন্দর হয়।
কিন্তু বর্তমানে আমি অনলাইনে একটা স্বনামধন্য প্রতিষ্ঠানে আরবি ভাষা শিখতে চাচ্ছি। তবে সেই প্রতিষ্ঠানে মহিলা উস্তাযা নেই। আমার রিক্যুয়ারমেন্ট অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান থেকে সেই প্রতিষ্ঠানই উপযুক্ত হয়। অল্প যেই কয়টা জায়গায় মহিলা উস্তাযা পড়া নেন সেখানকার সাথে আমার সময় বা অন্যান্য বিষয় মেলে না।
তো সেখানে মেয়েদেরই ব্যাচ, শুধু পড়াটা পুরুষ উস্তাযকে দিতে হবে। আমি এমনিতে প্রয়োজনে পুরুষদের সাথে কথা বলতে হলে কন্ঠের পর্দার হিফাযত করে কর্কশ ভাষাতেই বলি। যদি ওভাবেই কন্ঠের হিফাযত করে কোনো আকর্ষণীয় ভঙ্গি ছাড়া পুরুষ উস্তাযের কাছে পড়া দিই (তিলাওয়াত না, শুধু আরবি তামরিন), তাহলে কি গুনাহ হবে?