বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যাকাতের নিসাবঃ-
সোনা হলে-সাড়ে সাত (৭.৫)ভড়ি
রোপা হলে-সাড়ে বায়ান্ন(৫২.৫)ভড়ি
এবং শুধু টাকা হলে রোপার নেসাবে বা হিসাবে যাকাত আসবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন- https://muftiemdadhaque.blogspot.com/2021/04/blog-post.html
আরো জানুন-- https://www.ifatwa.info/638
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
ব্যাংকের একাউন্টে যত টাকা আছে, সেই টাকার মধ্যে আপনারা দুই বোন যদি মা'কে দিয়ে দেন, এবং যত টাকা সেখানে আছে, সেই টাকা যদি নেসাব পরিমাণ হয়, তাহলে আপনার মায়ের উপর যাকাত ফরয হবে। কিন্তু যদি আপনারা দুই বোন মা'কে কিছুই না দেন, এবং অনুমান করে নিতে পারেন যে, আপনারা দুই বোনের টাকা কত? এবং মায়ের টাকা কত? তাহলে প্রত্যেকের টাকার পরিমাণকে পৃথক ভাবে হিসেব করতে হবে। নেসাব পরিমাণ হলে যাকাত আসবে, নতুবা যাকাত আসবে না।
আপনারা দুই বোন যদি মা'কে দিয়ে দেন, তাহলে আপনারা যাকাত বা হারাম উৎসের টাকা গ্রহণ করতে পারবেন।তবে এগুলো গ্রহণ করার উদ্দেশ্যে মাকে ঐ টাকা দিয়ে দেওয়া কখনো জায়েয হবে না।