আসসালামু আলাইকুম শায়েখ,শায়েখ আমার একটি প্রশ্ন ছিলো,সেটি হচ্ছে
আমি রমজান মাসে জুনুবি অবস্থায় রাত ২টা বাজে সেহেরি খেয়ে ঘুমিয়ে পড়ি কারণ ফজরের আযান দেয় সোয়া৪টা (আমি বাহিরে থাকি)
আমার নিয়ত ছিলো আমি ফজরের আযানের ২০ মিনিট আগে উঠে তারপর গোসল করে নামাজ পরে রোজা রাখা,কিন্তু আমার ঘুম অনেক গভীর হয়ে যাওয়ার কারণে আমি ঘুম থেকে উঠে দেখি ফজরের শেষ হয়েছে আধা ঘণ্টা হয়ে গিয়েছে,এখন আমি আর কিছু না করে গোসলটা সেরে নেই এবং পবিত্র হয়ে রোজা রাখি এবং ইফতারি করি,এখন শায়েখ আমার এই রোজাটি কি সহিহ হয়েছে কিনা? আর সহিহ না হলে কি রোযার কাফফারা দিতে হবে নাকি কাযা করলেই হবে? আর কাফফারা নাকি দিতে হয় যে কিনা ইচ্ছাকৃতভাবে রোজা রাখেনি বা রোজা ইচ্ছাকৃতভাবে ভেংগে ফেলেছে তার জন্য,এখন আমার কি করা উচিত????