আসসালামু আলাইকুম,আমি একজন ওয়াসওয়াসার রোগী। আমি দেশে ডাক্তার দেখিয়েছিলাম, বিদেশে কাজ করা অবস্থায় ডাক্তার দেখিয়েছি , কাউন্সিল ও করিয়েছিলাম। আবারো কাউন্সিল করানোর কথা।
http://ifatwa.info/57724/ আমাকে অনেকবার ওয়াসাওয়াসা রোগী হিসেবে বিভিন্ন ফতুয়া দেয়া হয়েছে। কিন্তু এই রোগ থেকে আমি এখনো সুস্থ হতে পারছিনা । দেশে থাকা অবস্থায় কিছুটা সুস্থ থাকলেও কাজ করার জন্য পুনরায় বিদেশ আসি ।এখন আবারো সেই আগেরমত অবস্থা। দিন দিন পাগল হয়ে যাচ্ছি।
প্রশ্ন) আমার প্রত্যেক কথায় সন্দেহ থেকে বেচে থাকার জন মনে মনে বলি আমার কোন নিয়ত নেই ।এটা যদি মনে মনে না বলি বা মনের মধ্যে একটু দেরী করে চিন্তা করি তাহলে আমার ইচ্ছার বিরুদ্ধে মনের মধ্যে বিভিন্ন আজে বাজে চিন্তা আসে আজে বাজে নিয়তের কথা মনে পড়ে।
ঘটনা হচ্ছে আজকে স্ত্রীর সাথে ফোন কথা বলছিলাম তখন স্ত্রীকে বলছিলাম যে ,
" বাসায় কি ওয়াইফোন নেই , এমবি নেই । কিছুই নেই"
এটি শুধুমাত্র একটি সাধারন কথা হিসেবেই আমি বলেছি যে বাসার মোবাইলে কি কোন ইন্টারনেট কানেকশন নেই এবং মনে কোন ভিন্ন নিয়ত ও ছিলোনা। এবং আমি সাথে সাথেই মনে চিন্তা করেছি আমার কোন নিয়ত নেই। যাতে নিয়ত সম্পর্কে একটা আইডিয়া থাকে ।যাতে আমি নিশ্চিত থাকতে পারি যে আমার নিয়ত নেই ।তারপর আবার কাজে মন দেই ।
মূল সমস্যা হচ্ছে, ঘটনার কিছুক্ষন পর মনের মধ্যে বিভিন্ন চিন্তা কাজ করতে থাকে ,তা*** বিভিন্ন মাসলা মাসায়েল চিন্তা হতে থাকে । একটু পর ওয়াসওয়াসার কারনে মনের মধ্যে থেকে নিজেকেই নিজের প্রশ্ন হল,
"আমি কি ১ তা*** নিয়ত করবো?
আমি তখন নিজেই মনে মনে উচ্চারণ না করে উত্তর দিলাম ,
"আমি ১ তা***, ২ তা*** , ৩ তা**** কোন তা*** নিয়ত করবো না "
মানে আমি বুঝাতে চেয়েছিলাম " শুধু ১ কেনো ,১ থেকে ৩ এর মধ্যে কোন তা*** নিয়ত নেই আমার। আমি কোন নিয়তই করবো না। আমার বিন্দুমাত্র এসব তা*** ইচ্ছা নেই ।"