আসসালামু আলাইকুম উস্তাদ। আমার পরিবার জানে না যে আমি বিয়ে করেছি কিন্তু মেয়ের পরিবার বিয়ে দিয়েছে। আমাদের যখন বিয়ে হয় তখন আমার শ্বশুড় শ্বাশুড়ি গ্রামে থাকায় বিয়ে ফোনের ভিডিও কলের মাধ্যমে হয়েছে। এই বিয়েতে আমার শ্বশুড়, শ্বাশুড়ি, আমার আহলিয়ার বড় বোন, আর একজন মাওলানা ছিলো। এখানে সাক্ষ্যি হিসেবে মাওলানা শুধু আহলিয়ার বড় বোনের কাছে জানতে চেয়েছে। তো এই বিয়ে কি হয়েছে নাকি আবার করতে হবে? কারণ এই বিয়েতে শুধু আমার শ্বশুড় (যিনি বিয়ে পড়িয়েছেন), শ্বাশুড়ি, আহলিয়ার বড় বোন(সাক্ষ্যি হিসেবে জানতে চাওয়া হয়েছে), মাওলানা( যিনি কাজি হিসেবে ছিলেন)। উল্লেখ্য আমার শ্বাশুড়িকে কোনো কিছুই বলা হয়নি। তবে উনি পাশেই ছিলেন। অর্থাৎ উনি বিয়ের সময় উপস্থিত ছিলেন। আমার কি বিয়েটা ইসলামি শরিয়াহ অনুযায়ী হয়েছে নাকি আবার করতে হবে?
উল্লেখ্য বিয়েটা ভিডিও কলের মাধ্যমে হয়েছে