আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
166 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (18 points)
আসসালামু আলাইকুম,
১. যারা সুদে বা কিস্তিতে টাকা আনেন এবং ঋণগ্রস্ত বর্তমানে তাদের কি যাকাত দেয়া যাবে?
আমাদের কাজের বুয়া কিস্তিতে টাকা তুলেছেন এবং ঋণী,  উনাকে কি দেয়া যাবে?
২. এমন যারা ঘর আছে থাকার কিন্তু ইনকাম নাই বা ২/১ ভরি স্বর্ণ আছে যা ব্যবহার করে সবসময় বর্তমানে চলা কষ্ট বা একটু জমি আছে কিন্তু করতে পারেনা শারীরিক অসুস্থতার কারণে   তাদের কি যাকাত দেয়া যাবে?
৩. কোনো আত্মীয়কে যাকাত নিয়ত করে হাদিয়া বলে দেয়া যাবে? মানে উনাকে না জানিয়ে যাকাতের টাকা হাদিয়া হিসেবে দেয়া যাবে কি?

৪.
অনেক জেনে নেওয়ার পরও যাকে যাকাত দিবো সে যদি যাকাতের যোগ্য না হয় আর সেটা আমার অজানা থাকে তাতে কি আমি গোনাহগার হবো বা আমার যাকাত আদায় হবে কি? যেহেতু তাহকিক করার পর আপাত দৃষ্টিতে মনে হয়েছে যাকাতের যোগ্য আর আমি যাকাত দিয়েছি,  পরে যদি জানা যায় যাকাতের যোগ্য না তখন আমার যাকাত আদায় হবে কি?
৫. যাকাত টাকা না দিয়ে কাপড় কিনে দেয়া যাবে?

1 Answer

0 votes
by (606,750 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলছেন
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاء وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللّهِ وَابْنِ السَّبِيلِ فَرِيضَةً مِّنَ اللّهِ وَاللّهُ عَلِيمٌ حَكِيمٌ

যাকাত হল কেবল (১)ফকির, (২)মিসকীন, (৩)যাকাত উসূলকারী ও (৪)যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক (৫)এবং তা দাস-মুক্তির জন্যে ও (৬)ঋণগ্রস্তদের জন্য, (৭)আল্লাহর পথে জেহাদকারীদের জন্যে এবং(৮) মুসাফিরদের জন্যে, এই হল আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। সূরা (আত-তাওবাহ-৬০)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/16226


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যাকাত শুধুমাত্র গরীবকেই দিতে হবে। আপনার বুয়া যদি গরীব হয়, এবং ঋণগ্রস্ত হয়, তাহলে তাকে যাকাত দিতে পারবেন।সাথে সাথে সুদের ভয়াবহতা সম্পর্কে তাকে অবগত করে দিবেন।

(২)
والأولى أن يفسر الفقير بمن له ما دون النصاب كما في النقاية أخذا من قولهم يجوز دفع الزكاة إلى من يملك ما دون النصاب أو قدر نصاب غير تام، وهو مستغرق في الحاجة،
ফকিরের উত্তম ব্যখা হলো,যার নেসাব পরিমাণ মাল নেই।সুতরাং যার নেসাব পরিমাণ মালে নামী(ক্রমবর্ধমান) নাই বা যার নেসাব পরিমাণ মালে গায়রে নামী(অক্রমবর্ধমান)আছে, তবে সে হাজতে লিপ্ত, এমন ব্যক্তিকে যাকাত দেয়া যাবে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/699


সুতরাং প্রশ্নে উল্লেখিত ব্যক্তিকে যাকাত দিতে পারবেন।

(৩)
কোনো আত্মীয়কে যাকাত নিয়ত করে হাদিয়া বলে দেয়া যাবে। যাকাত জানিয়ে দেয়া শর্ত নয়। 

(৪)
যাকাত দেয়ার পর পরবর্তীতে যদি দেখা যায় যে সে যাকাত গ্রহণের উপযোক্ত, তাহলে আপনাকে আবার যাকাত আদায় করতে হবে।

(৫)
যাকাত টাকা না দিয়ে কাপড় কিনে দেয়া যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (606,750 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...