ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ভালো নাম রাখা পিতা-মাতার সর্বপ্রথম দায়িত্ব। আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ও আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
من حق الولد على الوالد أن يحسن اسمه ويحسن أدبه.
অর্থ : সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক। (মুসনাদে বাযযার,আলবাহরুয যাখখার-৮৫৪০)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
উবাইদ অর্থ হল, গোলাম,দাস,ছোট্ট দাস। 'আব্দুল্লাহ ইবনে উবাইদ' নাম রাখা যেতে পারে। এতে কোনো সমস্যা হবে না।কেননা উবাইদ এর অর্থও আল্লাহর গোলাম।মুসলমান হিসেবে আমরা মানুষকে আল্লাহর দাস হিসেবেই বিবেচিত করে থাকি।
عُبَيْد
1. تصغير كلمة ( عَبْد )، إنسان مملوك لغيره، يُبَاع ويُشْتَرى
أمثلة :
” لم يكن سوى عبيد لا يقدر على العمل وخدمة سيده... “