আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
অযু করার সময় কিছু পানি আমার মুখের ভিতর রয়ে যায়। কিন্ত ওদিকে জামাত ধরাও জরুরি ছিলো। আশাপাশে থুথু ফেলার মতো পরিবেশও ছিলো না। এই অবস্থায় জামাতে শরীক হয়ে যাই। কিন্ত এরপর মুখে থুথু জমে একটা অস্বস্তিকর অবস্থায় চলে যায় যে আর গিলা ছাড়া উপায় ছিলো না।
এখন কি রোযা ভেঙ্গে যাবে?