মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
يَا نِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِنَ النِّسَاءِ إِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَعْرُوفًا (32) وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى
হে নবীর স্ত্রীগণ! তোমরা অন্য নারীদের মত নও [ইহুদী খৃষ্টান)। তোমরা যদি আল্লাহকে ভয় পাও তবে আকর্ষণধর্মী ভঙ্গিতে কথা বলনা, যাতে যাদের মাঝে যৌনলিপ্সা আছে তারা তোমাদের প্রতি আকৃষ্ট হয়। বরং তোমরা স্বাভাবিক কথা বল। এবং তোমরা অবস্থান কর স্বীয় বসবাসের গৃহে, জাহেলী যুগের মেয়েদের মত নিজেদের প্রকাশ করো না। {সূরা আহযাব-৩২}
وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ
অর্থ : আর তোমরা তাঁর (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর স্ত্রীগণের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। এটা তোমাদের অন্তরের জন্য এবং তাঁদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ। {সূরা আহযাব-৫৩}
হাদীস শরীফে এসেছেঃ
عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ تَلِجُوا عَلَى الْمُغِيبَاتِ فَإِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنْ أَحَدِكُمْ مَجْرَى الدَّمِ " . قُلْنَا وَمِنْكَ قَالَ " وَمِنِّي وَلَكِنَّ اللَّهَ أَعَانَنِي عَلَيْهِ فَأَسْلَمُ "
জাবির (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যাদের স্বামী উপস্থিত নেই, সে সকল মহিলাদের নিকট তোমরা যেও না। কেননা, তোমাদের সকলের মাঝেই শাইতান (প্রবাহিত) রক্তের ন্যায় বিচরণ করে। আমরা বললাম, আপনার মধ্যেও কি? তিনি বলেনঃ হ্যাঁ, আমার মধ্যেও। কিন্তু আমাকে আল্লাহ তা'আলা সাহায্য করেছেন, তাই আমি নিরাপদ।
(তিরমিজি ১১৭২)
তাই ফিতনার আশংকা থাকায় নন মাহরামকে হাদিয়া দেয়া তার থেকে হাদিয়া নেয়া অনুচিত।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
এক্ষেত্রে করনীয় ছিলো সেই হাদিয়া বা খাবার গ্রহন না করা।
সেই হাদিয়া বা খাবার গ্রহন করে থাকলে দুইজনের কাহারো যদি ফিতনায় জড়িয়ে পড়ার শংকা থাকে,সেক্ষেত্রে সেই খাবার/হাদিয়া অন্য কাউকে দিয়ে দিতে হবে।
আর যদি উভয়ের দিক হতেই ফিতনায় জড়িয়ে পড়ার বিন্দুমাত্র শংকা না থাকে,সেক্ষেত্রে সেই হাদিয়া/খাবার গ্রহন করা যাবে।
সর্বাবস্থায় সেই খাবার হালাল টাকায় ক্রয়কৃত হলে ইবাদত কবুল হওয়ার ক্ষেত্রে এটি প্রতিবন্ধকতা সৃষ্টি করবেনা।
আর খাবার ব্যাতিত অন্য কোনো হাদিয়া হারাম টাকায় ক্রয়কৃত হলেও ইবাদত কবুল হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক হবেনা।