আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
আমার শ্বাশুড়ি ক্ষুধা সহ্য করতে পারে না এই জন্য রোজা রাখে না ,,আমার শ্বশুর সকাল হলে নাকি গ্যাস নিতে হয় ওই জন্য রোজা রাখে না,,
আমার স্বামী বলছে সকালে ওদের জন্য রান্না করে রাখতে,এখন আমার কথা হচ্ছে আমি ওদের জন্য রান্না করা জায়েজ কিনা,,ওদের জন্য রান্না করে আমার কোন গুনাহ হবে কিনা?