আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
215 views
in সালাত(Prayer) by (28 points)
১/ চোখে সুরমা থাকা অবস্থা কি ওযু হবে?  সুরমার ভেতর কি ওযুর পানি প্রবেশ করে?


২/ রমজানে কুর'আন খতমের জন্য প্রথম মানে সুরা ফাতিহা, বাকারাহ থেকে না পড়ে যদি সূরা নাস থেকে পড়ে পড়ে সূরা ফাতিহায় এসে শেষ করে খতম করি তাহলে কি পূর্ণ সওয়াব পাওয়া যাবে?  এতে নেকি বা ফযিলতে প্রাপ্তিতে কমবেশ কি হবে?

৩/ কানের দুলের ভিতর কি নামাজে/গোসলে ওযুর পানি প্রবেশ করাতে হবে?

1 Answer

0 votes
by (597,330 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
মারাক্বিল ফালাহ কিতাবে বর্ণিত রয়েছে-
ولا بد من زوال ما يمنع من وصول الماء للجسد كشمع وعجين
শরীরে পানি পৌছতে বাধা দানকারী জিনিষ শরীর থেকে পৃথক রাখতে হবে।যেমন- মোম,বা মাখানো আটা।(মারাক্বিল ফালাহ-১/৪৫)

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1024

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
চোখে সুরমা থাকা অবস্থায় কি ওযু হবে? এই প্রশ্নের জবাবে বলা যায় যে, সুরমার পানি প্রতিবন্ধক কি না? সেটা পরীক্ষা করে দেখতে হবে। প্রয়োজনে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেয়া যেতে পারে। তবে সাধারণত সুরমা পানি প্রতিবন্ধক হয় না। এজন্য কোনো হাদীস স্পষ্টত সুরমাকে অজু প্রতিবন্ধক হিসেবে সাব্যস্ত করা হয়নি।

(২)
রমজানে কুর'আন খতমের জন্য প্রথম মানে সুরা ফাতিহা, বাকারাহ থেকে না পড়ে যদি সূরা নাস থেকে পড়ে পড়ে সূরা ফাতিহায় এসে শেষ করে, খতম করা হয়, তাহলেও পূর্ণ সওয়াব পাওয়া যাবে। তবে এটা নিয়মের উল্টো। কেননা অারবী গ্রন্থ ডান দিক হতে শুরু হয়।

(৩)
وَجَبَ تَحْرِيكُ الْقُرْطِ وَالْخَاتَمِ الضَّيِّقَيْنِ وَلَوْ لَمْ يَكُنْ قُرْطٌ فَدَخَلَ الْمَاءُ الثَّقْبَ عِنْدَ مُرُورِهِ أَجْزَأَهُ وَإِلَّا أَدْخَلَهُ وَلَا يَتَكَلَّفُ فِي إدْخَالِ شَيْءٍ سِوَى الْمَاءِ مِنْ خَشَبٍ وَنَحْوِهِ. كَذَا فِي الْبَحْرِ الرَّائِقِ.
আটালো নাকফুল এবং আংটিকে নাড়ানো ওয়াজিব। যদি নাকে কোনো নাকফুল না থাকে, বরং শুধুমাত্র নাকের ছিদ্র থাকে, এবং নাকের ঐ ছিদ্রে কোনো ভাবে পানি পৌছে যায়, তাহলে তা ফরয গোসল এবং অজুর জন্য যথেষ্ট। পানি ব্যতিত অন্যকোনো জিনিষ যেমন শলা ইত্যাদি নাকের ছিদ্রে প্রবেশ করিয়ে পানি পৌছানো জরুরী নয়। (বাহরুর রায়েক)(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/১৪)(রদ্দুল মুহতার-১/২৮৯, জাদীদ ফেকহি মাসাঈল-৮৯,জাদীদ মাসাঈল-৯৭)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
কানের দুলের ভিতর নামাজে/গোসলে ওযুর পানি প্রবেশ করাতে হবে।এবং করানো ওয়াজিব।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (28 points)
উস্তায উত্তর পাইনি এখনো
by (597,330 points)
উত্তর দেয়া হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...