ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,
عن ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ قال،قال رسول اللّٰه
ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ : ( ﻣَﻦْ ﻏَﺶَّ ﻓَﻠَﻴْﺲَ ﻣِﻨِّﻲ )
রাসূলুল্লাহ সাঃ বলেন,যে ব্যক্তি ধোকা দিবে সে আমার উম্মতভূক্ত নয়।(সহীহ মুসলিম-১০২)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
যেহেতু আপনি তালাকের অধিকার দেননি, এবং এ জন্য আপনি কাবিননামায় সাক্ষরও করেননি, তাই আপনার স্ত্রী কখনো তালাকের অধিকার পাবে না।এবং সেই তালাক কখনো কার্যকর হবে না। সুতরাং আপনার শশুড় কর্তৃক কোর্টের মাধ্যমে তালাকের যে নাটক করা হয়েছে, সেটা কার্যকর হবে না।
আপনার জন্য ২০ লাখ টাকা দাবী করা জায়েয হবে না। এটা চুড়ান্ত পর্যায়ের জুলুম। আপনি বেশ তে বেশ মহরকে ফেরত চাইতে পারেন। বা যৎ সামান্য কমবেশ করতে পারেন।
আপনার শশুড় আপনাকে টাকা দেওয়ার পর, আপনি আপনার স্ত্রীকে যেহেতু ঐ টাকার মালিক বানিয়ে দিয়েছেন, তাই এই টাকাতে আপনার কোনো অধিকার নাই। বরং এই টাকার মালিক আপনার স্ত্রী। যাকাত তার উপরই আসবে।