ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কেউ যদি তার বউকে রাগ বলে যে, "তোমার সাথে আর সহবাস করবো না" তবে আল্লাহর নাম বা সিফত নিয়ে শপথ না করে তবে ইলা হবে না।কেননা ইলার জন্য শর্ত হল, আল্লার নাম বা সিফত নিয়ে শপথ করা।অন্যথায় ইলা হবে না।
الْإِيلَاءُ مَنْعُ النَّفْسِ عَنْ قُرْبَانِ الْمَنْكُوحَةِ مَنْعًا مُؤَكَّدًا بِالْيَمِينِ بِاَللَّهِ أَوْ غَيْرِهِ مِنْ طَلَاقٍ أَوْ عَتَاقٍ أَوْ صَوْمٍ أَوْ حَجٍّ أَوْ نَحْوِ ذَلِكَ مُطْلَقًا أَوْ مُؤَقَّتًا بِأَرْبَعَةِ أَشْهُرٍ فِي الْحَرَائِرِ وَشَهْرٍ فِي الْإِمَاءِ مِنْ غَيْرِ أَنْ يَتَخَلَّلَهَا وَقْتٌ يُمْكِنُهُ قُرْبَانُهَا فِيهِ مِنْ غَيْرِ حِنْثٍ كَذَا فِي فَتَاوَى قَاضِي خَانْ فَإِنْ قَرِبَهَا فِي الْمُدَّةِ حَنِثَ وَتَجِبُ الْكَفَّارَةُ فِي الْحَلِفِ بِاَللَّهِ سَوَاءٌ كَانَ الْحَلِفُ بِذَاتِهِ أَوْ بِصِفَةٍ مِنْ صِفَاتِهِ يَحْلِفُ بِهَا عُرْفًا وَفِي غَيْرِهِ الْجَزَاءُ وَيَسْقُطُ الْإِيلَاءُ بَعْدَ الْقُرْبَانِ وَإِنْ لَمْ يَقْرُبْهَا فِي الْمُدَّةِ بَانَتْ بِوَاحِدَةٍ كَذَا فِي الْبُرْجَنْدِيِّ شَرْحِ النُّقَايَةِ.
(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৪৭৬)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্বামী স্ত্রী যদি দীর্ঘ এক বছর যাবত আলাদা থাকে, কেউ কারো সাথে কথা না বলে, এই অবস্থায় তালাক হবে না।
স্ত্রী যদি ফিরতে চায় কিন্তু স্বামী ফিরিয়ে না নেয় বা কোনো উত্তরও না দেয়, এই অবস্থায়ও স্ত্রী নিজের ওপর নিজে তালাক গ্রহণ করতে পারবে না, তবে স্ত্রী কাযী বা কোর্টে অভিযোগ দায়ের করতে পারবে। এবং কাযী/কোর্ট/পঞ্চায়েত স্বামীকে তালাক দিতে তখন বাধ্য করবে। অথবা কাযী সাহেব/কোর্ট তখন বিবাহকে ভঙ্গ করেও দিতে পারবে।