ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)কওমী মাদ্রাসায় পড়াশোনা সম্পূর্ণ আরবীতে হয় বলা যাবে না, তবে আরবী ভাষাকে প্রধান্য দিয়ে লেখাপড়া হয়।
(২)মোহাম্মদপুরে ইসলামীক অ্যারাবিক ইউনিভার্সিটির আন্ডারে কোন কোন মহিলা মাদ্রাসা আছে কি না? সেটা আমাদের সঠিক জানা নেই।
(৩)সরকারি মহিলা মাদ্রাসা আছে কি না? সে সম্পর্কে স্থানীয় কাউকে জিজ্ঞাসা করে নিবেন।
(৪)বেসরকারীভাবে বলতে যদি কওমী মহিলা মাদরাসায় পড়তে চান? তাহলে তেমন খরচ আসবে না।একেক মাদরাসায় একেক রকম খরচ। মাসিক তিন হাজারের উপরে হবে না।
(৫)ঢাকা কোন জায়গায় আপনার বাসা? কমন্টে জানাবেন।
(৬)জেনারেল লাইনে যেমন কোনো একটা সাবজেক্টে অনার্স করে ডিগ্রী অর্জন করে,মাদরাসায় ও তেমন ডিগ্রির থাকবে, তবে মাদরাসার ডিগ্রি দ্বারা সরকারি চাকুরী করতে পারবেন না।
(৭)আলেমা ডিগ্রিটা অনার্স শেষ করার মতই।