আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি
আমার চাচা কারেন্ট এর যাবতীয় কাজ করে। অনেক মিথ্যা কথা বলে এবং অনেক কিছুই চুরি করে নিয়ে আসে অন্য মানুষের জিনিসপত্র।
না দেখিয়ে নিয়ে আসা তো চুরি করাই হয় তাই নয় কি?
এক টাকার জিনিস চার টাকা দাম বলে,সেই টাকাটা সে নিজে রাখে।কিছু বিষয় নিজ চোখে দেখেছি, কিছু অনুমান।
আল্লাহ ভালো জানেন।
যেহেতু সে আমার কাকা আমাদের ঘরে অনেক কিছু খাবার দিয়ে যায়,আমি জানি হারাম টাকায় খাবার খেলে দোআ কবুল হয় না এখন এই খাবার খাওয়া কি জায়েজ হবে?
আমি অনেকবার ফিরিয়ে দেওয়াতে ঝামেলা হয়েছে।
কি করতে পারি?