আসসালমুআলাইকুম হুজুর,
(০২)
https://ifatwa.info/71309/
২ নম্বর প্রশ্নের উত্তরে প্রশ্ন।
না জেনে না বুঝে বলার দরুন এতে আপনার ঈমান চলে যাবেনা।
হুজুর জানতাম হয়ত পাপ হচ্ছে কিন্তু তাদের স্লগ বললেও মন থেকে বলিনি আর বললেও , অন্তরে আল্লাহ বিশ্বাস ছিল । ঈমান এ আল্লাহ ছিল । অন্তরে আল্লাহ ছিল । আল্লাহর সঙ্গে কারো শরিক করিনি । তখন বয়স ছিল ১৪ কি ১৫ । হুজুর
হয়ত জেনে করলে ও শিরিক সম্পর্কে জ্ঞান ছিলনা ।
হুজর আল্লাহ কসম শিরিক সম্পর্কে জ্ঞান ছিলনা ।জ্ঞান থাকলে কখনই করতাম না । হুজুর শিরক ব্যাবার না জেনে বলে ফেলেছি হুজর মাফ পাবো তো।
আল্লাহ কসম ঈমান চলে যাওয়ার মত ক্ষতিকর যদি জানতাম তাহলে কখনই বলতাম না আল্লাহ কসম বলতাম না।
সাধারণ ভুল ভেবে বলেছি , আর স্কুল এ সবই বলতো তাই বলতে হতো। কিন্তু হুজুর শিরিক সম্পর্কে জ্ঞান ছিলনা ।
ঈমান চলে যাওয়ার মত কাজ জানতাম না ।
ভুল বশত বলেছি ছোটো ছিলাম হুজুর মাফ পাবো তহ ?
এর জন্য কি ঈমান চলে যাবে না তো ??