আসসালামু আলাইকুম প্রিয় শাইখ,
আমি একজন গ্রাফিক ডিজাইনার।আমরা সাধারনত জানি খ্রিস্টান ধর্মের ক্রিসমাস গাছ পাইন গাছ দিয়ে তৈরি করা হয়। এই গাছ শীত প্রধান দেশে প্রচুর পরিমানে দেখা যায়।
আমার প্রশ্ন হচ্ছে আমার ডিজাইনে যদি নরমাল পাইন গাছের ছবি থাকে সেটা ক্রিসমাস গাছ বা ক্রিসমাস রিলেটেড কোনো ডিজাইন না, জাস্ট প্রকৃতির ছবির মধ্যে পাইন গাছ আছে। এক্ষেত্রে কি আমার ডিজাইন টি হারাম হবে?
আমি বুঝার সুবিধার্থে দুটি গাছের ছবি এখানে এড করলাম।
এটা হচ্ছে নরমাল পাইন গাছঃ
এটা হচ্ছে ক্রিসমাস গাছঃ যেটাকে সাজানো হয়।