আসসালমুআলাইকুম হুজুর,
আজ থেকে ৫-৬ বছর আগে এখন আমার বয়স ২৪ আমি যখন পশ্চিমবঙ্গের একটা স্কুল এ পড়তাম । সেখানে যখন পড়তাম ছাত্র অবস্থায় শিক্ষক রা আমাদের কে বোঝাত
সকল ধর্ম কে সমান চোখে দেখবে, কোনো ধর্ম কে অসম্মান করবে না।
১. হুজুর আমি আল্লাহ কে বিশ্বাস করি এবং আমার নবী কে বিশ্বাস করি, বিষয় হচ্ছে। আমি মুখের কোথায় সকল ধর্ম কে সমান চোখে দেখতাম তার মানে এই না যে আমি সকল ধর্ম কে মানতাম বা বিশ্বাস করতাম। ইসলাম ধর্ম কেই আমি মানি ।
হুজুর সকল ধর্ম কে সমান চোখে দেখা এই যে কথা এটা তো আমার না জেনে না বুঝে হয়েছে , হয়ত মনে ভাবনা ছিল আল্লাহ ভগবান একই , সকল ধর্ম ই একজনই র ইবাদাত করে এমন ভাবনা ছিল। । আল্লাহ কসম আমি ধর্ম সম্পর্কে এত কিছু জানতাম না , অনেক বছর হয়ে গেল আখন মনে পড়েছে দিয়ে ভয় হচ্ছে ঈমান চলে গিয়েছে বলে আল্লাহ কসম আমি জানতাম না , জানতাম না যে ঈমান নষ্ট হয় অনেক কিছু তে হুজুর শেষ হয়ে যাচ্ছি । আল্লাহ কসম না জেনে ভুল হয়েছে । কিন্তু আমি আমর ইসলাম ধর্ম কেই মানতাম। আর হিন্দু বন্ধু দের বলতাম , তোরা ভগবান কে বিশ্বাস করি , আমরা আল্লাহ কে বিশ্বাস করি। আমরা সবাই ভাই ভাই। মানে ধর্ম নিয়ে প্রতি হিংসা করতাম না ।
হুজুর না জেনে না বুঝে ভুল হয়েছে হুজুর আল্লাহ কসম না জেনে না বুঝে ভুল হয়েছে ওই যে সকল ধর্ম কে সমান চোখে দেখা । হুজুর না জেনে না বুঝে ভুল হয়েছে এর জন্য কি আমার ঈমান চলে যাবে?? আমি এক আল্লাহর ওপর বিশ্বাসী ছিলাম আছি ,থাকবো।
২. যেহেতু প্রতিষ্ঠান টা হিন্দুদের , সেখানে অনেক মুসলিম পড়ত , সকাল এ একটা স্লগ বলতো , আমি মাঝে মাঝে বলতাম আর মাঝে মাঝে বলতাম না রাগ করে ফাতেহা সূরা পড়তাম।। কিন্তু হুজুর আমার বিশ্বাস কখনো আল্লাহর ওপর থেকে যায়নি।
হুজুর না জেনে না বুঝে এমন হয়েছে তাদের স্লগ ও বলেছি।
সম্পূর্ণ না জেনে না বুঝে হুজুর এর জন্য কি আমার ঈমান চলে যাবে ?? আমার খুবই চিন্তা হচ্ছে । আখন বিয়ে করে আলহামদুলিল্লাহ ভালো আছি । এইসব চিন্তা তে আমি শেষ করে দিচ্ছে। আল্লাহ কসম কখনো জানতাম না ঈমানের জন্য এত ক্ষতিকর । আল্লাহ কসম ভুল করে হয়েছে।
হুজুর তখন ছোট ছিলাম। নবম দশম এ পড়তাম । হুজর আমার কি ঈমান চলে গিয়েছে??
৩. হুজুর আমি আপনাদের এই খানে প্রশ্ন করেছি কি উত্তর আসবে এই ভয় এ নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করছিলাম , তার পর ফরয নামাজ পড়ে দুয়া করে আমার মন ভরলো না মনে হচ্ছিল আরো কান্না করি। দিয়ে মনে হচ্ছিল নামাজ শেষে সবাই চলে যাবে দিয়ে আল্লাহর কাছে কান্না করবো, উচ্চ স্বরে আল্লাহর কাছে দুয়া করবো। দিয়ে হটাৎ মনে হচ্ছে এই ভবের তো গির্জা তে দুয়া করে এমন মনে হলো সঙ্গে সঙ্গে আস্তাগিরুল্লাহ পড়েছি , হুজুর আমি কিন্তু মন থেকে তুলনা করিনি। । হটাৎ করে হুজুর আল্লাহ কসম হুজুর শয়তান এর এমন ওয়াসওয়াসা চলে এসেছিল।এর জন্য কি ঈমান চলে যাবে??
খুব ভয় হচ্ছে হুজুর।