আল্লাহ তা'আলা বলেন,
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا
তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করবে-মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না। নামায কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করবে। হে নবী পরিবারের সদস্যবর্গ। আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পূত-পবিত্র রাখতে।(সূরা আহযাব-৩৩)
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ- https://ifatwa.info/5338/
ফ্রি মিক্সিং পরিবেশ ব্যতীত পর্দা সম্মত হালাল যেকোনো চাকুরী করতে পারবে।তবে অবশ্যই পিতা বা স্বামীর অনুমতি সাপেক্ষ্যে।বিনা প্রয়োজনে চাকুরীতে না যাওয়াই উত্তম। যদি ফ্রি মিক্সিং চাকুরী করা ব্যতীত খোরাকীর অন্য কোনো ব্যবস্থা না থাকে,তাহলে ইস্তেগফারের সাথে রুখসত হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/3503
★সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন!
যেহেতু আপনার চাকুরী ব্যতিত খোরাকির ব্যবস্থা রয়েছে, তাই আপনার জন্য চাকুরী করা উচিৎ হবে না। চাকুরী না করাই উত্তম হবে।
প্রশ্নে উল্লেখিত এসব খাবার ও রুপচর্চার আইটেম সমূহ ক্রয়ের জন্য আপনি আপনার মাতাপিতাকে বুঝান।যদি তারা না বুঝেন, সেক্ষেত্রে পূর্ণ পর্দা করে বাহিরে গিয়ে টিউশনি করে আয় করে সেই টাকা দিয়ে এসব খাবার বা রূপচর্চার আইটেম সমূহ ক্রয়ের রুখছত (অনুমতি থাকবে)। তবে পূর্ণ শরীয়ত মেনে টিউশনি করতে হবে, মেয়েদের পড়াতে হবে। ছেলেদের পড়ালে শিশুদের পড়াতে পারেন। যেখানে টিউশনি করাতে যাবেন,সেখানে আসা যাওয়া ও অবস্থান যাবতীয় ক্ষেত্র গুলো নিরাপদ হতে হবে,ফিতনা মুক্ত হতে হবে।
প্রশ্নের বিবরন মতে আপনি কুরআন সহ বাংলা সব বিষয়ে পড়ানোর নিয়ত করেছেন। এক্ষেত্রে যদি এমন নিয়ত করেন যে অন্য পড়ার বিনিময়ে টাকা গ্রহণ করছি কুরআন পড়ানোর বিনিময়ে না, সেটিও জায়েজ হবে। আবার কুরআন শিখিয়ে পারিশ্রমিক নেয়াও জায়েজ আছে। প্রশ্নের বিবরণ মতে এক্ষেত্রে যদিও তাকে পড়িয়ে আয় করবেন,কিন্তু এতে কুরআন পড়ানোর দরুন সাদকায়ে জারিয়া হবে ইনশাআল্লাহ।