আসসালমুআলাইকুম হুজুর,
আমি একজন মারাক্তক ওয়াসওয়াসা রুগী । আমি ডাক্তারের ওষধ খাচ্ছি।
বিষয় হলো কিছুক্ষন আগে দেখতাম।
যে ব্যাক্তি বলবে সে মুরতাদ তার জন্য ওজর বিল যাহালাত তার জন্য প্রযোজ্য না।
আমি মুরতাদ মানে টা দেখলাম। দিয়ে মনে মনে শুধু মনে হচ্ছে আমি মুরতাদ । এই রকম হচ্ছে । আমি মুখে উচ্চরণ করছিনা ।
হুজুর আমার ভয় এ জান শেষ হয়েগেলো । আমি ইচ্ছাকৃত ভাবে মনে করছিনা । এমনি এমনি মনে চলে আসছে।
হুজুর আমি ইসলাম ছাড়া বাচবনা। হুজুর
আমার এই রকম মনে মনে হওয়ার জন্য কি আমার ঈমান চলে যাবে?? শেষ হয়ে যাচ্চি হুজুর উত্তর দেন plz। হুজুর আমি মুখে কখনই এমন কথা উচ্চরণ করতে পারিনা।
১.@@@ উক্ত কথা মুরতাদ কথা টা আমি মুখে উচ্চরণ করিনি ,
কিন্তু আপনাদের কে প্রশ্ন করার জন্য সম্পূর্ণ ভাষায় লিখতে হয়েছে এর জন্য ঈমান চলে যাবে??
২.@@@ আমি আলুর চপ খেতে খেতে দাতে দাত লাগছে দিয়ে মনে হচ্ছে ওই শব্দ টা হচ্ছে অস্পষ্ট ধরনের দাতে দাত লাগার , কিন্তু মুখে উচ্চরণ করিনি, কিন্তু মনে হচ্ছে খাবার তালে তালে শব্দ টা হয়ে যাচ্ছে দাতে দাত লাগার শব্দ । খেতে খেতে জিহ্ববা নড়ছে তাই মনে হচ্ছিল যেনো উচ্চরণ হয়ে গেলো । আমি বুঝতে পারছিনা। তার পর থেকে জাই খাচ্ছি খাবার তালে তালে বিসমিল্লাহ, আল্লাহ বলছি।
কিন্তু আমি উচ্চরণ করিনি ।মনে মনে এমন হচ্ছিলো, দিয়ে মনে হচ্ছে উচ্চরণ হয়ে গেলো কিন্তু আদও আমি উচ্চরণ করিনি বা করতেও চাইনি। আর আমি স্পষ্ট হউক আর অস্পষ্ট হউক কোনো ভাবেই আমি মুখ খুলে উচ্চরণ করিনি।
আমার কি ঈমান চলে যাবে??