জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হাদীস শরীফে এসেছেঃ-
قال يزيد الصماء – أن النبى -صلى الله عليه وسلم- قال « لا تصوموا يوم السبت إلا فيما افترض عليكم وإن لم يجد أحدكم إلا لحاء عنبة أو عود شجرة فليمضغه
ইয়াজিদ সাম্মা রাঃ বলেনঃ রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ তোমরা শনিবার দিন রোযা রেখো না আবশ্যকীয় রোযা ছাড়া। যদি তোমাদের কেউ কোন কিছু না পায় আঙ্গুরের বাকল বা গাছের কাঠ ছাড়া। তাহলে সে যেন এটাই চুষে নেয়।
{সুনানে আবু দাউদ, হাদীস নং-২৪২৩, সুনানে দারেমী, হাদীস নং-১৭৪৯, সুনানে নাসায়ী কুবরা, হাদীস নং-২৭৬২, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৩৬১৫, সহীহ ইবনে খুজাইমা, হাদীস নং-২১৬৩, মুসনাদে আহমাদ, হাদীস নং-১৭৬৮৬, মুসনাদুশ শামীন, হাদীস নং-৪৩৪}
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
শুধু শনিবার বা শুধু শুক্রবার নফল রোযা রাখা মাকরুহে তানযিহি তথা অনুত্তম।
তবে এটি হারাম বা মাকরুহে তাহরিমি নয়।
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি যেহেতু ফরজ কাজা রোযা আদায় করেছেন,সুতরাং এতে কোনো সমস্যা হবেনা।
আপনার কাজা রোজাটি আদায় হয়েছে।
পুনরায় এই কাজা রোযা আদায় করতে হবেনা।
বিস্তারিত জানুনঃ-