আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
578 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (31 points)

আস সালামু আলাইকুম, শায়েখ প্রশ্নটি এক বোনের পক্ষ থেকে।

বাবা-মা-ভাই আমার পর্দা(বোরখা/নিকাব) লুকিয়ে রাখে। আমাকে নন-মাহরামের সাথে মেশার জন্যে বাধ্য করে। চাপানো বুরখা পরতে বাধ্য করে। মারধর করে তাদের কথা মতো না চললে। সুন্নত-নফল নামাজ পড়তে বাধা দেয়। পর্দার ব্যাপারে কটক্ষা করে। প্রক্টিসিং মুসলিমদের ব্যাপারে বিরুপ মন্তব্য করে। এক্ষেত্রে আমার করণীয় কি? তাদের ইমানে কি ক্ষতি হয়েছে? তাদের ইমানের ব্যাপারে কথা বললে তারা সেটাকে অবজ্ঞা করে। আমার কি তাদের সাথে পর্দা করতে হবে? 

1 Answer

0 votes
by (707,040 points)
বিসমিহি তা'আলা

সমাধানঃ-

শরীয়ত বিরোধিত কোনো কাজে মাতাপিতা-র আদেশকে মান্য করা যাবে না।

বিস্তারিত জানতে ভিজিট করুন-১৮

তাই পরিবারবর্গের কোনো প্রকার চাপকে আ'মলে নেয়া যাবে না।বরং যথাসাধ্য তাদেরকে বুঝিয়ে ইসলাম পালনে ব্রতী হতে হবে।

ঈমানকে মজবুত করতে সাহাবায়ে কেরামের  জীবনী সম্পর্কে বিশদভাবে পড়ার চেষ্টা করুন।

বিশেষকরে মুহাজির গরীব সাহাবায়ে কেরাম যেমন হযরত বেলাল রাযি, হযরত আম্মার বিন ইয়াসির রাযি এর জীবনী সহ আরো অনেকের জীবনীকে নিজ চক্ষুর সামনে রাখুন।

আল্লাহর নিকট আহাজারি করে দু'আ করুন।যাতেকরে আল্লাহ তা'আলা আপনাকে সহ্যক্ষমতা দান করেন।

তাদেরকে বিভিন্ন কিতাবাদি পড়ার ব্যবস্থা করে দিন।ওয়াজ-নসিহত শুনার ব্যবস্থা করে দিন।

দ্বীনের পথে চললে বাধা আসবে। এটাই স্বাভাবিক। সে জন্য আল্লাহ তা'আলা মু'মিনদেরকে উদ্দেশ্য করে বলেন,

ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍْ ﺍﺻْﺒِﺮُﻭﺍْ ﻭَﺻَﺎﺑِﺮُﻭﺍْ ﻭَﺭَﺍﺑِﻄُﻮﺍْ ﻭَﺍﺗَّﻘُﻮﺍْ ﺍﻟﻠّﻪَ ﻟَﻌَﻠَّﻜُﻢْ ﺗُﻔْﻠِﺤُﻮﻥَ

হে ঈমানদানগণ! ধৈর্য্য ধারণ কর এবং মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন কর। আর আল্লাহকে ভয় করতে থাক যাতে তোমরা তোমাদের উদ্দেশ্য লাভে সমর্থ হতে পার।

সূরা আলে-ইমরান-২০০

আল্লাহ-ই ভালো জানেন।

উত্তর লিখনে

মুফতী ইমদাদুল হক

ইফতা বিভাগ, IOM.


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...