১)অনেকে বলে বৃষ্টি হলে ভালো হইতো বা এরকম আবহাওয়া হইলে ভালো হইত।
এসবকিছু তো আল্লাহর হুকুম মত হয়। আল্লাহ তো ভালোর জন্যই করেন।
যদিও কেউ এগুলো চিন্তা করে বলে না তবুও বৃষ্টি হলে ভালো হইত বা ভালো লাগত এরকম আবহাওয়া হইলে ভালো হইত এমন বলার দ্বারা কি ঈমান ভঙ্গ হবে?
২)একটা ভিডিও দেখতে যেয়ে হঠাৎ বাজনা হালাল এরকম চিন্তা মনে আসলো।কিন্তু আমি বিশ্বাস করি বাজনা বাদ্যযন্ত্র অবশ্যই হারাম।আমি মন থেকেই বিশ্বাস করি।শুধু হঠাৎ করে এমন চিন্তা এসেছিল আমি মুখেও উচ্চারণ করি নাই।এমন চিন্তা আসার সাথে সাথে আমি মনে মনে বলি যে এটি অবশ্যই হারাম।এতে কি ঈমান ভঙ্গ হবে?
এরকম আবার মনে হয়েছিল যে এসব ভিডিও হালাল হবে।কিন্তু আমি জানি এগুলো অধিকাংশ হারাম। হঠাৎ করেই এরকম চিন্তা আসলো আমার অনিচ্ছায়ই।আমি তখনই মনে মনে চিন্তা করি না এগুলো হারাম।এরকম অনিচ্ছায় এসব চিন্তা এসে পড়লে উভয় ক্ষেত্রে কি ঈমান ভঙ্গ হবে?
৩)মাফ করবেন হুজুর।আপনাদের ওয়েবসাইটে স্ত্রী সহবাস নিয়ে অনেক প্রশ্ন আছে।কেউ যদি এগুলো পড়ে অটোমেটিক উত্তেজিত হয়ে যায় তবে কি ঈমান ভঙ্গ হবে?