আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
216 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (10 points)
আসসালামু আলাইকুম।
বর্তমানে জনপ্রিয় একটি ব্যবসা হলো এমএলএম বিজনেস।

যদিওবা একে বীজনেস বলা হয় কিন্তু এদের বীজনেস কনসেপ্ট বীজনেসের মধ্যে পড়ে কি না সন্দেহ।
বাংলাদেশে Mxn,dxn,network marketing এইসব নামে অনেক MLM বিজনেস চালু আছে।এদের বীজনেস মডিউল হলো এরকম যে,প্রথমে আপনি তাদের কাছ থেকে পণ্য কিনে তাদের সদস্য হবেন,তারপর আপনি আরো সদস্য এড করাবেন যারাও আপনার মতো পণ্য কিনে মেম্বার হবে।এখন আপনি যাদের এড করলেন তারা যে টাকা দিয়ে পণ্য কিনলো তার একটি লাভের অংশ আপনি পাবেন।

এতটুকু পর্যন্ত ঠিক ছিল।তারপর আপনি যাদের জয়েন করিয়েছেন তারা যাদের জয়েন করাবে ওইখান থেকে লাভের অংশ তারাতো পাবেই তার উপর আপনিও লাভের একটি অংশ পাবেন।এরপর এদের মধ্যে যেই মেম্বার জয়েন করায় না কেন আপনি আজীবন তাদের কাছ থেকে টাকা পেতেই থাকবেন।তারপর এই চেইনের মধ্যে নতুন কাউকে এড করলেই সেটা যেকোনো কেউ এড করতে পারে সেখান থেকেও আপনি টাকা পাবেন।

দেখা যাচ্ছে যে আপনি কোনো পরিশ্রম না করেই টাকা পেয়ে যাচ্ছেন।

আশা করি কনসেপ্ট বুঝতে পেরেছেন।আমি অনলাইনে কয়েকজনের ফতোয়া দেখেছি তাদের মতে এই ব্যবসা সন্দেহজনক এবং যেহেতু পরিশ্রম ছাড়া টাকা আসছে তাই এটি জায়েজ নেই।

কিন্তু বর্তমানে আমি অনেক আলেম উলামাদের এই ব্যবসায়ের সাথে জড়িত হতে দেখছি।তারা কি এই বিষয়ে তৎপর নয়?

বাংলাদেশের উলামায়ে কেরামদের এই বিষয়ে খুব কমই ফতোয়া দিতে দেখেছি।

কিন্তু সময়ের দাবিতে এই বিষয়টি নিয়ে ফতোয়া দেওয়া গুরুত্বপূর্ণ মনে করছি।

সাধারণ মানুষদের আমরা বুঝাতে পারলেও আলেম উলামাদেরতো আমরা কারো ফতোয়া ছাড়া প্রশ্ন করতে পারি না।

প্রশ্নঃ Mxn,dxn,network marketing এবং এদের মতো অন্যান্য এমএলএম ব্যবসা করা হালাল কি না?

একটি সুস্পষ্ট ফতোয়া আশা করছি।

1 Answer

0 votes
by (583,410 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
এম.এল এম এর কার্যক্রম পর্যবেক্ষণ,তাদের নিয়ম-পদ্ধতির বিশ্লেষণ ও এ সকল প্রতিষ্টানের অভিজ্ঞ ব্যক্তিদের অভিমতের আলোকে জানা যায় যে,এ ব্যবসা পদ্ধতিতে উল্লিখিত নিষিদ্ধ বিষয়গুলো ছাড়া আরোও কিছু শরীয়াত নিষিদ্ধ বিষয় রয়েছে।সুতরাং কোনো মুসলমানের জন্য এ সকল কম্পানির সাথে কোনোভাবে সম্পৃক্ত হওয়া জায়েয ও বৈধ হবে না।তাই প্রতিটি মুসলমানের উচিৎ ঈমানী দাবীতে এম.এল.এম বর্জন করা। আল্লাহ তা'আলা সকল মুসলমানকে এম.এল.এম সহ সকল প্রকার নাজায়েয লেনদেন থেকে বেঁচে থাকার তাওফীক দান করুক।আমীন।(দরসুল ফিকহ-হাটহাজারী-১/৩০৫) আরো জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/12947

তবে উল্লিখিত নিষিদ্ধ বিষয়াবলী না থাকলে, কমিশন ভিত্তিতে কোনো কম্পানির শুধুমাত্র এজেন্ট হয়ে মার্কেটিং করা জায়েয আছে। বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/340

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
এম.এল.এম পদ্ধতির যেই ব্যবসার কথা আপনি উল্লেখ করেছেন, এই ব্যবস্যা সম্পর্কে উলামায়ে কেরাম অনেক পূর্বেই নাজায়েয ও হারামের ফাতাওয়া দিয়েছেন। সুতরাং এ এম.এল.এম জাতীয় ব্যবসা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (583,410 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 220 views
...