আসসালামু আলাইকুম।
বর্তমানে জনপ্রিয় একটি ব্যবসা হলো এমএলএম বিজনেস।
যদিওবা একে বীজনেস বলা হয় কিন্তু এদের বীজনেস কনসেপ্ট বীজনেসের মধ্যে পড়ে কি না সন্দেহ।
বাংলাদেশে Mxn,dxn,network marketing এইসব নামে অনেক MLM বিজনেস চালু আছে।এদের বীজনেস মডিউল হলো এরকম যে,প্রথমে আপনি তাদের কাছ থেকে পণ্য কিনে তাদের সদস্য হবেন,তারপর আপনি আরো সদস্য এড করাবেন যারাও আপনার মতো পণ্য কিনে মেম্বার হবে।এখন আপনি যাদের এড করলেন তারা যে টাকা দিয়ে পণ্য কিনলো তার একটি লাভের অংশ আপনি পাবেন।
এতটুকু পর্যন্ত ঠিক ছিল।তারপর আপনি যাদের জয়েন করিয়েছেন তারা যাদের জয়েন করাবে ওইখান থেকে লাভের অংশ তারাতো পাবেই তার উপর আপনিও লাভের একটি অংশ পাবেন।এরপর এদের মধ্যে যেই মেম্বার জয়েন করায় না কেন আপনি আজীবন তাদের কাছ থেকে টাকা পেতেই থাকবেন।তারপর এই চেইনের মধ্যে নতুন কাউকে এড করলেই সেটা যেকোনো কেউ এড করতে পারে সেখান থেকেও আপনি টাকা পাবেন।
দেখা যাচ্ছে যে আপনি কোনো পরিশ্রম না করেই টাকা পেয়ে যাচ্ছেন।
আশা করি কনসেপ্ট বুঝতে পেরেছেন।আমি অনলাইনে কয়েকজনের ফতোয়া দেখেছি তাদের মতে এই ব্যবসা সন্দেহজনক এবং যেহেতু পরিশ্রম ছাড়া টাকা আসছে তাই এটি জায়েজ নেই।
কিন্তু বর্তমানে আমি অনেক আলেম উলামাদের এই ব্যবসায়ের সাথে জড়িত হতে দেখছি।তারা কি এই বিষয়ে তৎপর নয়?
বাংলাদেশের উলামায়ে কেরামদের এই বিষয়ে খুব কমই ফতোয়া দিতে দেখেছি।
কিন্তু সময়ের দাবিতে এই বিষয়টি নিয়ে ফতোয়া দেওয়া গুরুত্বপূর্ণ মনে করছি।
সাধারণ মানুষদের আমরা বুঝাতে পারলেও আলেম উলামাদেরতো আমরা কারো ফতোয়া ছাড়া প্রশ্ন করতে পারি না।
প্রশ্নঃ Mxn,dxn,network marketing এবং এদের মতো অন্যান্য এমএলএম ব্যবসা করা হালাল কি না?
একটি সুস্পষ্ট ফতোয়া আশা করছি।